Jaijaidin

রানিং স্টাফদের সঙ্গে যোগাযোগ হচ্ছে : রেলপথ সচিব

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

রানিং স্টাফদের আন্দোলনের মুখে রাত ১২টা থেকে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। তবে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ না হলেও রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম জানিয়েছেন, তাদের সঙ্গে ইনডিরেক্টলি যোগাযোগ হচ্ছে।

আমরা অপেক্ষা করছি তারা আমাদের সঙ্গে আলোচনায় বসবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনে ভিআইপি ওয়েটিং রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ফাহিমুল ইসলাম বলেন, আমাদের আলোচনার দ্বার খোলা আছে। তারা আসলে তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে যেকোনো সময় ট্রেন চলাচল শুরু হতে পারে।

কর্মসূচির প্রেক্ষিতে অচলাবস্থার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থ বিভাগের সঙ্গে আমাদের কথা হয়েছে। এরকম একটা সময়ে তারা তো কিছু বলতে পারছে না। এ বিষয়ে আলোচনার সুযোগ আছে। উপদেষ্টা স্যার বলেছেন আলোচনা করবেন, সেখানে আমরা অর্থ বিভাগকে নিয়ে যাব।

রানিং স্টাফদের বিষয়ে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমরা বলেছি আমাদের আলোচনার দ্বার খুলে রেখেছি। সরকার, আইন-শৃঙ্খলা বাহিনী কী করবে সেটা বলতে পারি না। তারা যদি আলোচনায় না আসে তাহলে ব্যাপারটা তো আমাদের হাতে থাকবে না। সব সময় সব ব্যাপার কিন্তু রেল মন্ত্রণালয়ের হাতে নিয়ন্ত্রণ থাকে না।

রানিং স্টাফদের দাবি যৌক্তিক কিনা এ বিষয়ে তিনি বলেন, তাদের দাবি যৌক্তিক মনে করেই আলোচনা করেছি।

এসময় উপস্থিত ছিলেন রেলের ভারপ্রাপ্ত মহাপরিচালক সলিমুল্লাহ বাহার, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *