Jaijaidin

রাজধানীতে হাসপাতাল ভাংচুর ও হামলা, গুরতর আহত ১১

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের সামনে ডিপিডিসির বৈদ্যুাতিক খুঁটিতে রেন্ট-এ-কারের সাইনবোর্ড টানাতে বাধা দেয়ার ঘটনায় হাসপাতাল ভাংচুর ও স্টাফদের উপর হামলায় ১১ জন গুরতর আহত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ১০টায় হাসপাতালের সামনে অবস্থিত বৈদ্যুাতিক খুঁটিতে এবিএস রেন্ট-এ-কারের সাইনবোর্ড টানাতে নিষেধ করলে রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের লোকজন ও স্থানীয় সন্ত্রাসীরা হাসপাতালের এজিএম মোঃ হাফিজুর রহমানকে ভয়ভীতি ও হুমকি এবং হাসপাতালের স্টাফদের লোহার রড, কাঠ ও বেতের লাঠি, স্টিক নিয়ে আক্রমণ করে।

আক্রমণকারীরা দলবদ্ধ হয়ে হাসপাতালের এজিএমকে উঠিয়ে নিয়ে যেতে চাইলে হাসপাতালের ডিউটিরত স্টাফরা তাদের বাঁধা দিলে রেন্ট-এ-কারের মালিক আনোয়ার হোসেন এর নেতৃত্বে প্রিন্স, সাইদ, ওয়াহিদ, সুমন, লিমন, শুভ এবং রেন্ট-এ-কারের স্টাফরা এ হামলা চালায়। তারা হাসপাতাল ভাংচুরসহ স্টাফদের উপর এক্রমণ করে।

আক্রমণকারীদের হাতে থাকা বেতের লাঠি, হকিস্টিক ও দেশীয় অস্ত্রের এলোপাথাড়ি আক্রমণে হাসপাতালে কয়েকজন স্টাফ গুরুতর জখম হয়। এদের মধ্যে ইলেক্ট্রিশিয়ান মোঃ হানিফ, কেয়ারটেকার মোঃ কবির হোসেন, পরিচ্ছন্নকর্মী মোঃ সোহেল, এটেন্ডেন্ট মোঃ রেজওয়ান, মোঃ হাসান সরদার, ইলেক্ট্রিশিয়ান মোঃ নাঈম ইসলাম, সিকিউরিটি ইনচার্জ মোঃ ফকরুল ইসলাম, রিসিপশন ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম, মোঃ রিয়াজ সরদার, মোঃ রেজা, মোঃ রুবেল হোসেনসহ আরো কয়েক জন গুরতর আহত হয়।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ইনসাফ বারাকাহ হাসপাতালে ভর্তি করা হয়।

রেন্ট-এ-কারের লোকজন হাসপাতালের স্টাফদের মানিব্যাগে থাকা নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজ পত্র বলপূর্বক ছিনিয়ে নেয়। এছাড়াও হাসপাতালের মালামাল ও আসবাবপত্র ভাংচুর করে আনুমানিক ২,৫০,০০০ টাকা ক্ষতিসাধন করে।

হাসপাতালের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *