Jaijaidin

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ২ বাংলাদেশি আহত

Shah Alam Soulav
1 Min Read

যাযাদি ডেস্ক

বান্দরবানের তমব্রু সীমান্তের মিয়ানমার অভ্যন্তরে আরকান আর্মির দখল স্থান থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি আহত হ‌য়ে‌ছেন। শুক্রবার (২১ মার্চ) রাত ১২টার দি‌কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নুরুল কবিরের ছেলে জাহাঙ্গীর (১৯) ও আব্দুল হাকিমের ছেলে হোসাইন। তারা দুই জনই নাইক্ষ‌্যংছ‌ড়ির ঘুমধুমের বাসিন্দা।

স্থানীয়রা জানান, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ তমব্রু বিওপির সীমান্ত পিলার-৩৪-৩৫ এর মধ্যবর্তী স্থানের শূন্য লাইন থেকে পূর্ব দিকে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখল করা কবরস্থান পোস্ট থেকে ৭/৮ রাউন্ড গুলি চালায়। এ সময় বাংলাদেশি একজনের পায়ে ও অপরজনের পিঠে গুলি লাগে। তারা সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এর মধ্যে জাহাঙ্গীর‌কে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে ও অপরজন‌কে প্রাথমিক চিকিৎসা দি‌য়ে ছেড়ে দেওয়া হ‌য়ে‌ছে।

নাইক্ষ‌্যংছ‌ড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, তমব্রু সীমান্তে গুলিতে দুই জন আহত হ‌য়ে‌ছে বলে শুনেছি। তবে এ বিষ‌য়ে কেউ থানায় অভিযোগ করেনি। তারা বর্তমানে কোথায় আছে এটাও জানি না।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *