বিশেষ প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এক জন মায়ের মায়া,মমতা যেমন কপি হয় না তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কপি হয় না।
নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যত গুণাবলী সেই গুণাবলী থেকে আমাদের প্রত্যেকেই একটা করে গুণাবলী নিয়ে যদি জীবন ধারণ করি তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে ভালোবাসা জানানো হবে।
শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে “মহান মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মানে শহীদ জিয়া’র অবদান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলাল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন মানুষ কাজে-কর্মে , ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, কাগজে কলমে এবং হাতে কলমে বলেন দুই ক্ষেত্রে নিজেকে কর্মজীবী হিসাবে বলেন প্রত্যেকটি জায়গায় তার অবদান রয়েছে।
তিনি বলেন, এক জন মায়ের মায়া,মমতা যেমন কপি হয় না তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কপি হয় না। জিয়াউর রহমান কে নিয়ে শুধু আলোচনা করলে হবে না। তাকে নিয়ে আলোচনা করে আলোচনা শেষ হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছে প্রথম মানুষ যিনি বাংলাদেশ থেকে শ্রমশক্তি বিদেশে পাঠিয়েছিলেন। আজ রেমিটেন্স শক্ত ভিত্তি এটা শুরু হয়েছিল তার হাত দিয়ে। তিনি প্রথম ৬ হাজার শ্রমিক পাঠিয়েছিলেন প্রবাসে।
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, আজ দেশ সংস্কারে উত্তাল হয়েছে দুই বছর আগে সংস্কারের প্রস্তাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জাতির সামনে উত্থাপন করেছি। আজ যারা শিক্ষার্থী বন্ধুরা আছে আপনারা ভালো ভালো কাজ করে জাতিকে ঐক্যবদ্ধ করেন ঠিক আছে।কারণ সম্মিলিত শক্তিই তো দেশের শক্তি। সেই শক্তিকে মুরুব্বীদের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করবেন না। বরং এ শক্তি দেশ গড়ার কাজে লাগান। নিজেদের নেতৃত্বকে বিকাশিত করুন ভালো হবে।
সভায় আরো বক্তব্য দেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ন মহাসচিব খাইরুল কবির খোকনসহ প্রমুখ।