Jaijaidin

ব্লিং লেদারের ২য় ইউনিট চালু

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও কাজী মুহাম্মদ ওয়াহিদুল ইসলাম বলেছেন, একজন মানুষ প্রবাসে থাকেন বা দেশেই থাকেন- যদি সদিচ্ছা, আন্তরিকতা এবং নিষ্ঠা নিয়ে কাজ করেন তাহলে অসাধ্যকে সাধন করা অসম্ভব না। ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড এরকমই একটি উদাহরণ সৃষ্টি করেছে।

১৪ ফেব্রুয়ারি ব্লিং সুজের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথীর বক্তৃতায় তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কমিউনিটির প্রিয় মুখ ব্লিং লেদারের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্লিং লেদারের নির্বাহী পরিচালক খাজা রেহান বক্ত, কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোঃ কেরামত আলী, ফ্যাক্টরি প্রোডাকশন জিএম এম এম খালিদ আহসান। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, রূপালী ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন গণমাধমের সাংবাদিকবৃন্দ এবং উক্ত প্রতিষ্ঠানের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাগণ ।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান বলেন, ‘দেশে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বড় ভাই সেলিমের উদ্যোগে নিভৃতপল্লীতে কারখানা স্থাপন করা হয়েছে। কারখানাটি পরিচালনা করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা পাচ্ছি। গ্রামীণ নারীদের ছোঁয়ায় ৩০০ জোড়া থেকে এখন ১০ হাজার জোড়া জুতা উৎপাদন হচ্ছে। ২০২৬ সালের শেষে দৈনিক ৫০ হাজার জোড়া জুতা উৎপাদনের ইচ্ছে আছে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

প্রধান অতিথির বক্তব্যে কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং রূপালী ব্যাংকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন। প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। পরে প্রধান অতিথি প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। জুম্মার নামাজ বিরতির পর মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, উত্তরবঙ্গের রংপুর জেলার তারাগঞ্জে ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড অবস্থিত। এখানে প্রতিদিন ১০ হাজার জোড়া জুতা উৎপাদন হয়। দ্বিতীয় ইউনিটে প্রতিদিন ৫ হাজার জোড়া জুতা প্রস্তুত করা হবে। দ্বিতীয় ইউনিটের বি সেকশন জুলাই মাসে শুরু হলে আরো ৫ হাজারসহ প্রতিদিন ২০ হাজার জোড়া জুতা উৎপন্ন হবে। বর্তমানে ফ্যাক্টরিতে সর্বমোট ২ হাজার ৯শ’ লোকের কর্মসংস্থান হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *