যাযাদিপ্র ডেস্ক
রাজধানীর বেইলী রোড এলাকায় থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় বিদ্যুৎ ঘোষ (৪৭) কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
আজ (৬ মার্চ ২০২৫ খ্রিঃ) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় রমনা থানার বেইলী রোড থেকে তাকে গ্রেফতার করে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি টিম।
সিটিটিসি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বিদ্যুৎ ঘোষ বাড্ডা থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার সন্দিগ্ধ আসামী। গত ২০ জুলাই সকালে মধ্য বাড্ডা ইউলুপের নিচে পোস্ট অফিস গলির মাথায় তারা অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালান। তাদের গুলিতে আন্দোলনকারী দুর্জয় আহমেদ দৃষ্টিশক্তি হারান। দৃষ্টিশক্তি হারানো ব্যক্তি দুর্জয় আহমেদের বাসায় বিদ্যুৎ ঘোষ লোক পাঠিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত বিদ্যুৎ ঘোষের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় অস্ত্র সরবরাহেরও অভিয়োগ রয়েছে।
গ্রেফতারকৃত বিদ্যুৎ ঘোষকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে।