Jaijaidin

বিপ্লব আদিত্যএর একক আবৃত্তি সন্ধ্যা “তারুণ্যেরস্বর”

Shah Alam Soulav
1 Min Read

যাযাদি ডেস্ক

সংগঠনের আয়োজনে গতকাল ১৯শে এপ্রিল২০২৫, শনিবার সন্ধ্যা ৬:৩০ টায়, কবি সুফিয়া কামাল মিলনায়ন (নীচতলা), বাংলাদেশ জাতীয় যাদুঘর, ঢাকাতে অনুষ্ঠিত হলো আবৃত্তি শিল্পী বিপ্লব আদিত্য এর একক আবৃত্তি সন্ধ্যা “প্রেমওদ্রোহ” শিরোনামে। কিছু কথায়, কবিতায় এবং গানের সুরের মেল বন্ধনে শনিবারের এই আবৃত্তি সন্ধ্যা সাজানো হয়েছিলো।এই অনুষ্ঠানে প্রেমওদ্রোহ বিষয়ক কবিতা, চিঠিপাঠ এবং গান মিলিয়ে সর্বমোট ২০টি পরিবেশনা পরিবেশিত হয়। উল্লেখ্য এটি বিপ্লব আদিত্য’র দ্বিতীয় একক আবৃত্তি সন্ধ্যা। তার প্রথম একক আবৃত্তিসন্ধ্যা “তারুণ্য” শিরোনামে গত ০৯ই মার্চ ২০২৪ এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন – ড. জাহাঙ্গীর আলম রুস্তুম (পরিবেশ বিজ্ঞানী ও আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন কবি)। বিশেষ অতিথি ছিলেন – জিন্নাত আরাইফা (কবি ও বাচিকশিল্পী), সাতাও চলচ্চিত্র পরিচালক – খন্দকার সুমন সহ অন্যান্য প্রথিত যশাকবি এবং কবিতানুরাগীরা। অনুষ্ঠান শেষে বন্ধুত্ব স্মৃতি স্মারক প্রদান করা হয় – সাইফুল্লাহ্ সাইফ, উপমাতিথী, রুমন রায়হান, আনওয়ার তৌহিদ, খন্দকার সুমন, নুরুল শিপার খান, নুশরাত জাহান ও পৌষালী সরকারকে। এবং বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় রেঈনা নূরকে। এছাড়াও শুভেচ্ছা সম্মাননা স্মারক প্রদান করা হয় – মোস্তাফিজুর রহমান ও জামিরুল হক সাজ্জাদকে।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *