যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ধনকুবের ইলন মাস্ক আসন্ন বিজনেস সামিটে আসছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
রবিবার (২৩ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বিডার নির্বাহী পরিচালক বলেন, ইলন মাস্ক এলে এত দিনে আপনারা জানতে পারতেন। ইলন মাস্ক এখন মার্কিন সরকারের অংশ।
স্টার লিংকের হয়ে আগে বিভিন্ন দেশ পরিদর্শন করলেও এখন পরিস্থিতি ভিন্ন।
তিনি বলেন, ‘স্টার লিংকের কর্মকর্তারা আগামী ৯ এপ্রিল ডেমোসেশন করবেন। ওই দিন সরকারি কর্মকর্তারা যারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনে আসবেন তারা টেস্টিং সেশনে অংশগ্রহণ করবেন। প্রকৃতপক্ষে স্টার লিংকের কমার্শিয়াল অপারেশন শুরু হতে আরো কিছুদিন সময় লাগবে।
তবে ৯০ দিনের নির্ধারিত দিনক্ষণের টার্গেটের কথা আমাদের চিন্তায় রয়েছে।’
আনুষ্ঠানিকভাবে স্টার লিংকের যাত্রা শুরুর সময় তাদের সঙ্গে যোগাযোগ করে ইলন মাস্ককে আমন্ত্রণ জানানো হবে।