যাযাদিপ্র ডেস্ক
বাংলাদেশ স্কাউটস্ ঢাকা জেলা রোভারের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)এর রোভার স্কাউট গ্রুপের “বার্ষিক ইফতার মাহফিল_২০২৫ ইং” গতকাল ০৭ মার্চ, শুক্রবার ‘বিইউবিটি’ র মিরপুরের রূপ নগরস্থ নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
স্বনামধন্য এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সম্পাদক এবং আইন ও বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ আসিফ – উল – হকের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ,বি,এম শওকত আলী।
ব্যতিক্রমী এ আয়োজনে ইফতারের পূর্বেই প্রতিষ্ঠানের রোভার ও গার্ল-ইন-রোভার সদস্যদের সহযোগিতায় স্থানীয় এতিম খানায় এতিম ছাত্রদের মধ্যে ‘ইফতার’ বিতরণ করা হয়। পরবর্তীতে ক্যাম্পাস ভবনে ‘ইফতার মাহফিল’ অনুষ্ঠান আয়োজন কক্ষে বিশ্ববিদ্যালয়ের স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ, রোভার লীডার, শিক্ষক, কর্মকর্তা – কর্মচারী, আমন্ত্রিত অতিথি সহ প্রায় শতাধিক স্কাউট সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় ভিসি মহোদয় ২০ জন দরিদ্র – দুঃস্থ শিশুদের হাতে আসন্ন ঈদ উপলক্ষে উপহার হিসেবে “ঈদ-পোষাক” সামগ্রী তুলে দেন।
পরিশেষে উপস্থিত সকলে বিশেষ মোনাজাত এবং ইফতারে অংশ নেন।
ব্যতিক্রমী এ আয়োজনে মুক্তমন রোভার স্কাউট গ্রুপের সম্পাদক এবং ঢাকা জেলা রোভারের সাবেক সহকারী কমিশনার জনাব সাহিদুজজামান স্বপন, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান সহ জেলা রোভারের কর্মকর্তা, বিভিন্ন দলের লীডার ও রোভার সদস্যবৃন্দ উপস্থিত থেকে ইফতারে শরিক হন।
Thanks from core of my hearts