Jaijaidin

বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী

Shah Alam Soulav
1 Min Read

যাযাদি ডেস্ক

বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) ঈদ পরবর্তী পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদের পর প্রথম কর্মদিবস রবিবার বেলা ১২টায় রাজধানীর মিরপুরস্থ বিপিএ ভবনে বিপিএ’র নবগঠিত কমিটির আয়োজনে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবগঠিত বিপিএ’র সভাপতি অধ্যাপক আব্দুল হান্নান, মহাসচিব ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আগত সরকারি ও বেসরকারি চিকিৎসকবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আগত চিকিৎসকবৃন্দ ফুল দিয়ে নবগঠিত কমিটির সবাইকে বরণ করে নেন।

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকবৃন্দ বিদ্যমান শিশুস্বাস্থ্য খাতের সংস্কার, পদোন্নতি, সুপার নিউমারারি ও নিয়মিত পদসৃজন ও ঢাকায় একটি আন্তর্জাতিকমানের মাল্টিডিসিপ্লিনারি সরকারি শিশু ইনস্টিটিউট তৈরি ও দেশের সকল বিভাগীয় পর্যায়ে স্থাপিত শিশু হাসপাতালসমূহে চিকিৎসকসহ জনবল নিয়োগের দাবি জানান। যুগের সাথে তাল মিলিয়ে বিপিএ এর গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংস্কার ও অনলাইন ভোটিং সিস্টেম চালু করার জোর দাবি তোলেন। অন্যান্য উন্নত দেশের সাথে সামঞ্জস্যপূর্ণ জ্ঞানচর্চা বিকশিত করার লক্ষ্যে অচিরেই বিভিন্ন বৈজ্ঞানিক সেমিনার ও জার্নাল এবং ওয়েবসাইট আধুনিকায়নের জন্য বিশেষজ্ঞ শিশু চিকিৎসকদের পক্ষ থেকে জোরালো দাবি পেশ করা হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *