Jaijaidin

বাংলাদেশ থেকে কৈলাস-মানসসরোবর যাত্রা শুরু করতে যাচ্ছে বেঙ্গল ভিসতা

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

ভ্রমণপ্রেমীদের জন্য আবারো দিগন্ত ছোঁয়ার সুযোগ। জনপ্রিয় ট্রাভেল কনটেন্ট নির্মাতা ও অভিযাত্রী সালাহউদ্দিন সুমন আবারো যাচ্ছেন পবিত্র কৈলাস পর্বত ও মানসসরোবরের পথে। আগামী জুন মাসে তার নেতৃত্বে নতুন একটি গ্রুপ যাত্রা শুরু করবে তিব্বতের এই রহস্যময় ও আধ্যাত্মিক ভূমির উদ্দেশে। এই বিশেষ অভিযানটির আয়োজন করছে সালাহউদ্দিন সুমনের প্রতিষ্ঠান বেঙ্গল ভিসতা।

তবে এবারের যাত্রা শুধুমাত্র কৈলাস ও মানসসরোবরেই সীমাবদ্ধ থাকছে না। বেঙ্গল ভিস্তার নির্বাহী পরিচালক নিলয় কুমার বিশ্বাস এর সহযাত্রায় পর্যটকরা ঘুরে দেখবে এভারেস্ট বেস ক্যাম্প, লাসা নগরী, কুনমিংসহ তিব্বতের গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থানসমূহ। এটি হবে একটি পূর্ণাঙ্গ তিব্বত সফর, যেখানে দর্শনার্থীরা একদিকে যেমন প্রকৃতির অতুল সৌন্দর্য উপভোগ করবেন, অন্যদিকে অনুভব করবেন এক গভীর আত্মিক জাগরণ।

বেঙ্গল ভিসতার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সালাহউদ্দিন সুমন জানিয়েছেন, “কৈলাস স্পর্শ করার অভিজ্ঞতা আমার জীবনের অন্যতম পরম প্রাপ্তি। সেখানে দাঁড়িয়ে আমার আত্মা যেন এক অলৌকিক প্রশান্তি অনুভব করেছিল। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এবারের সফরে আমি আবারো যাচ্ছি, তবে এবার অনেককেই সাথে নিয়ে — যেন এই পবিত্র অনুভব সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। তিব্বত এক স্বপ্নের নাম, আর বেঙ্গল ভিসতা সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ।”

গতবারের সফল অভিযান সম্পন্ন করে নিলয় কুমার বিশ্বাস আবারো যাচ্ছেন নতুন পর্যটকদের সহ-নেতৃত্বে। তিনি বলেন, “পূর্ববর্তী সফর ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। কৈলাস-মানসসরোবর শুধু দর্শন নয়, এটি আত্মার এক জাগরণ। যারা এই সফরে যাচ্ছেন, তারা বুঝতে পারবেন — তিব্বতের প্রতিটি ধাপে লুকিয়ে আছে এক গভীর প্রশান্তি ও আত্মিক শক্তি। আমি গর্বিত আবারো এই যাত্রায় অংশ নিতে পারছি।”

এই বিশেষ সফরটি তিব্বতের আধ্যাত্মিকতা, সংস্কৃতি ও প্রকৃতিকে ঘনিষ্ঠভাবে দেখার একটি দুর্লভ সুযোগ। সালাহউদ্দিন সুমন ও নিলয় কুমার বিশ্বাসের অভিজ্ঞ নেতৃত্বে এটি হতে চলেছে এক স্মরণীয় ও হৃদয়ছোঁয়া ভ্রমণ।

বেঙ্গল ভিস্তার মাধ্যমে এই সফরের বুকিং ইতোমধ্যে শুরু হয়েছে। আসন সংখ্যা সীমিত, তাই আগ্রহীদের দ্রুত বুকিং নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

তৈরি হন সেই মহাযাত্রার জন্য — যেখানে আত্মা ছুঁয়ে যাবে আকাশ!

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *