বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে এবং দুর্ঘটনা ও যানজট কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলা অংশের মদনপুর, লাঙ্গলবন্দ ও জাঙ্গাল স্ট্যান্ডে ফুটওভার ব্রিজ নির্মাণের মাধ্যমে জনজীবন ও যাতায়াতে স্বস্তি নেমে এলেও গভীরভাবে ভাবাচ্ছে অত্র উপজেলার কেওঢালা স্ট্যান্ড। আশেপাশের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার কর্মব্যস্ত লোকজন উল্লেখিত কেওঢালা স্ট্যান্ডটি ব্যবহার করে নিত্যদিন যাতায়াত করে কিন্তু ফুটওভার ব্রিজ না থাকায় পথচারীদেরকে মৃত্যুঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে দেখা যায়। আর এতে করে অহরত দুর্ঘটনা ঘটে পথচারী নিহত ও আহত হয়ে থাকে। গেলো কয়েক বছরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই স্পটে অসংখ্য দুর্ঘটনা ঘটলেও ফুটওভার ব্রিজ নির্মাণে সরকারি পদক্ষেপ দেখতে না পেয়ে স্থানীয় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় করিম নামের এক ব্যক্তি বলেন, ‘কিছুদিন আগে সকাল বেলা কেওঢালা স্ট্যান্ড দিয়ে রাস্তা পার হবার সময় বাস চাপায় একই পরিবারের পিতা ও পুত্র মারা যায় এবং মা আহত হয়েছেন। এখানে অহরহ দুর্ঘটনা ঘটছে। আর কোন তাজা প্রাণ যাতে দুর্ঘটনায় না ঝড়ে পড়ে সেজন্য অতিদ্রুত কেওঢালা স্ট্যান্ডে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য সরকারের প্রতি দাবী জানাচ্ছি’।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, ‘বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আগামী বাজেটে বরাদ্দ পেলে অত্র কেওঢালা স্ট্যান্ডে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে’।