বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শনিবার (৫ এপ্রিল) নাসিক ২৭নং ওয়ার্ডের (বন্দরের) কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫৭ বৎসর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ১ম পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ।
অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে, পূণর্মিলনী আয়োজক কমিটির আহবায়ক ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য আব্দুল কাইয়ুমের সার্বিক সমন্বয়ে অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহ গোলাম রাব্বানী ও সাবেক শিক্ষার্থী নাজমুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অত্র বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক এডভোকেট বিল্লাল হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য আসাদুজ্জামান বাদল, মনিরুজ্জামান, নাজমা আক্তার, সমাজসেবক দেলোয়ার হোসেন ও অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক হাসান আলী উপস্থিত ছিলেন। এসময় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সাবেক শিক্ষকমন্ডলী ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।