যাযাদিপ্র ডেস্ক
ফেনীতে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের পেছনে ধাক্কা দিলে পাঁচজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে লেমুয়া ব্রিজের অদূরে হাফেজিয়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ জানান, একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।