যাযাদিপ্র ডেস্ক
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠার সুযোগ পাচ্ছে ভারত। তার জন্য অবশ্য ২৬৫ রানের লক্ষ্যটা পেরোতে হবে তাদের। আজ প্রথম সেমিফাইনালে ভারতকে এই দিয়েছে অস্ট্রেলিয়া।
ভারতের বিপক্ষে আজ দুবাইয়ে দারুণ এক স্মৃতি নিয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে তাদের ঘরের মাঠে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই জয়ের স্মৃতি নিয়ে আজ শুরুটা ভালো করতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা। দলীয় ৪ রানে টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামা কুপার কনোলিকে হারায়।
ওপেনিং সঙ্গীকে হারালেও রুদ্রমূর্তি দেখানো শুরু করছিলেন ট্রাভিস হেড।
তবে বিশ্বকাপের ফাইনালে ১৩৭ রান করা হেডকে আজ ৩৯ রানের বেশি করতে দেননি বরুণ চক্রবর্তী। তার বিদায়ের পর মারনাস লাবুশানেকে নিয়ে ম্যাচের হাল ধরেন স্টিভেন স্মিথ। দুজনে ৫৬ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ২৯ রানে রবীন্দ্র জাদেজার বলে লাবুশানে এলবিডবিøউয়ের ফাঁদে পড়লে বিপদে পড়ে অস্ট্রেলিয়া।
কেননা দ্রুত ফিরে যান জশ ইংলিসও।
তবে এক প্রান্ত আগলে রেখে ঠিকই দলের হাল ধরেন স্মিথ। দুইবার জীবন পেয়ে আউট হওয়ার আগে খেলেছেন ৭৩ রানের ইনিংস। ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ১ ছক্কায়। শেষ দিকে ৬১ রানের ইনিংস খেলে দলকে ২৬৪ রানের সংগ্রহ এনে দিয়েছেন অ্যালেক্স ক্যারি।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। আর ২ টি করে উইকেট পেয়েছেন বরুণ ও জাদেজা।