যাযাদিপ্র ডেস্ক
দুর্ঘটনায় মারা গেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সম্প্রতি এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এই খবরের সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে।
ভিডিওটিতে দেখা যায়, অনেক উপর দিয়ে টানা হয়েছে ক্যাবল; যা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গিয়ে থেমেছে। ক্যাবল কার চলার জন্য যেভাবে তার টানানো হয়, ঠিক তেমন। দুই পাহাড়ের মাঝে সেই ক্যাবলে ঝুলছেন এক নারী। হঠাৎ পড়ে যান তিনি। খানিকটা বাঞ্জি জাম্পিংয়ের মতো।
ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, “বলিউড অভিনেত্রী নোরা ফতেহি দুর্ঘটনায় মারা গেছেন।” তবে অনেক দূর থেকে ভিডিও ধারণ করায় নারীর মুখটি বোঝা যাচ্ছে না। যার ফলে নোরা ফাতেহির মৃত্যুর খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু সত্যি কি মারা গেছেন নোরা ফাতেহি?