Jaijaidin

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে টেক্সটাইল মিল ও দুই বাড়িতে ডাকাতি

Shah Alam Soulav
2 Min Read

জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে সংঘবদ্ধ ডাকাত দল বসতবাড়ি ও টেক্সটাইল মিলের অফিসে হানা দিয়ে প্রায় সাড়ে ৯ লাখ টাকা, ১১ ভরি স্বর্ণালংকার, একাধিক মোবাইল ফোন ও মূল্যবান সরঞ্জাম লুট করেছে। এক রাতের ব্যবধানে পরপর তিনটি ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রথম ডাকাতির ঘটনা ঘটে রাত ২টার দিকে উপজেলার ঝাউগড়া এলাকায় নজরুল ইসলামের বসতবাড়িতে। আনুমানিক ৬-৭ জন ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাড়ির কেচি গেটের তালা কেটে এবং শাবল দিয়ে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা নজরুল ইসলামকে হাত গামছা দিয়ে বেঁধে বিছানায় বসিয়ে রাখে এবং আলমারি ও ওয়ারড্রব ভেঙে প্রায় ২ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, দুটি বাটন মোবাইল এবং একটি স্মার্টফোন লুট করে নেয়। এছাড়া, পাশের ভাড়াটিয়া শামীম (৩৫) এর বাসা থেকেও ১০ আনা স্বর্ণালংকার ও একটি স্মার্টফোন লুট করা হয়। ডাকাতদের বয়স ২৫-৩৫ বছরের মধ্যে এবং তারা শর্ট প্যান্ট ও হাফ হাতা গেঞ্জি পরিহিত ছিল।

একই রাতে রাত ৩টার দিকে ছোট বাড়ৈপাড়া এলাকায় আমিনুল ইসলামের সাইজিং এন্ড টেক্সটাইল মিলের অফিসে ১০-১২ জন মুখোশধারী ডাকাত প্রবেশ করে। তারা অফিস কক্ষের কাঠের দরজা শাবল দিয়ে ভেঙে ভেতরে ঢোকে এবং স্টিলের আলমারি ভেঙে সাড়ে ৪ লাখ টাকা, একটি মনিটর এবং রেকর্ডিং মেশিন লুট করে নেয়। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ডাকাতদের বয়স ২৩-২৭ বছরের মধ্যে এবং তারা কালো মুখোশ পরে দেশীয় অস্ত্র নিয়ে এসেছিল।

এক রাতের মধ্যে তিনটি ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি এবং ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছি।”

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *