Jaijaidin

নয়াপল্টনে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ৩ কনস্টেবল

Shah Alam Soulav
1 Min Read

যাযাদি ডেস্ক

বকেয়া বেতনের দাবিতে শ্রম অধিদপ্তর অবরোধ করতে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালান তারা। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে নয়াপল্টনে এ ঘটনায় উত্তাল হয়ে পড়ে পুরো এলাকা।

জানা গেছে, এনজেডএফ গার্মেন্টসের কয়েকশো শ্রমিক দুপুর পৌনে ১২টার দিকে পল্টন থেকে মিছিল নিয়ে তোপখানা রোডের শ্রম অধিদপ্তর ভবন ঘেরাও করেন।

কিছুক্ষণ পর পুলিশ বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালান তারা। এতে পুলিশ প্রথমে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আবার শ্রমিকরা একত্রিত হয়ে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে একাধিক টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করেছে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ৩ কনস্টেবল আহত হয়েছেন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *