Jaijaidin

নতুন বছরে ডলারের দাম বাজারমুখী হচ্ছে

Shah Alam Soulav
2 Min Read

২০২৫ সালের শুরু থেকে ডলারের দাম আরও বাজারমুখী হচ্ছে। এ জন্য প্রতিদিন দুপুরের মধ্যে ডলার কেনাবেচার তথ্য সংগ্রহ করে মধ্যবর্তী দাম প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত দামের চেয়ে বেশি দরে কেনাবেচা করলেই জরিমানার মুখে পড়বে ব্যাংক।

২০২৫ সালের শুরু থেকে ডলারের দাম আরও বাজারমুখী হচ্ছে। এ জন্য প্রতিদিন দুপুরের মধ্যে ডলার কেনাবেচার তথ্য সংগ্রহ করে মধ্যবর্তী দাম প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত দামের চেয়ে বেশি দরে কেনাবেচা করলেই জরিমানার মুখে পড়বে ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক এরইমধ্যে প্রবাসী আয় আহরণে প্রতি ডলারের বিনিময়ের হার সর্বোচ্চ ১২৩ টাকা নির্ধারণ করেছে। ড্যাশবোর্ডের মাধ্যমে বিনিময় হার তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন দুপুরের মধ্যে ডলার কেনাবেচার তথ্য সংগ্রহ করা হবে। পরে একটা দর নির্ধারণ করে দেওয়া হবে। নির্ধারিত ঘোষণার চেয়ে বেশি দামে কেনাবেচা করলে ১০ লাখ টাকা থেকে লেনদেনের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ চলতি বছরের মধ্যে ডলারের দাম বাজারভিত্তিক করার পরামর্শ দিয়েছে। এরপরই সোমবার (৩০ ডিসেম্বর) বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শীর্ষ ২৫ ব্যাংকের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। ওই সভায় কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা আজই মঙ্গলবার প্রজ্ঞাপন আকারে জারি হতে পারে।

সভায় গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, এক সপ্তাহে দাম ১২৬ থেকে ১২৭ টাকায় উঠেছিল। আবারও আগের জায়গায় ফিরে এসেছে ডলারের দাম। চাহিদা ও জোগানের ওপর বাজার নির্ভর করে। এভাবে চললে দাম সহনীয় হয়ে আসবে মুদ্রাবাজার। তবে বেশি দামে ডলার কেনাবেচা করছে তাদের শাস্তি হওয়া উচিত।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *