Jaijaidin

নওগাঁ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ

Shah Alam Soulav
1 Min Read

নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বিজিবির বাধায় বন্ধ হয়েছে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আপত্তিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাজ বন্ধ করে দেয়।

নওগাঁর ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, নওগাঁর বস্তাবর এলাকায় প্রায় ৬০০ গজের মধ্যে দুদেশের কোনো বেড়া নেই। বুধবার সকালে হঠাৎ বিএসএফের একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে আসে। আইন অনুযায়ী দুদেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ছাড়া স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া দেওয়া যাবে না। এটি দুদেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ আন্তর্জাতিক আইন ভেঙে কাঁটাতার নির্মাণ করতে আসে৷ জানতে পেরে বিজিবি তাদের বাধা দেয়। এসময় কাজ না করেই ফিরে যান বিএসএফ সদস্যরা।

অধিনায়ক মোহাম্মদ ইকবাল হোসেন আরও জানান, এ বিষয়ে দুদেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক আহ্বান করা হয়েছে। সে আলোচনা ফলপ্রসূ না হলে উচ্চ পর্যায়ে বৈঠক করা হবে।

সীমান্তের এমন পরিস্থিতিতে বিজিবি সব সময় সতর্ক আছে বলেও জানান তিনি।

এর আগে গত সোমবার সকালে ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার সবদলপুর বিএসএফ কাম্পের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেন। বিজিবির পক্ষ থেকে তখন বাধা দেওয়া হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *