Jaijaidin

দেশে সংস্কার, দ্রুত বিচার ও দ্রুত নির্বাচন একসাথে না হলে ফ্যাসিবাদ সুযোগ পাবেঃ এ্যানী

Shah Alam Soulav
3 Min Read

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, একদিকে সংস্কার জরুরী, আরেক দিকে প্রক্রিয়াগত ভাবে আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে আওয়ামীলীগ নিষিদ্ধ করণ ও জরুরী। কারণ আওয়ামীলীগ ফ্যাসিবাদী ও কর্তত্ববাদী শাসক হিসেবে আমাদের রক্তের দাগ এখনো শুকায় নি। যারা হেলিকপ্টার থেকে নির্দেশ দিয়ে সরাসরি গুলি বর্ষণ করতে পারে, তারা বাংলাদেশে রাজনীতি করতে পারে না। কোন দেশেই রাজনীতিক দল রাজনৈতিক ভাবে ক্ষমতায় স্থায়ীত্ব পাবে এটা হতে পারে না। আওয়ামীলীগ গণহত্যার সাথে জড়িত ছিলো, সুতরাং গণহত্যার বিচার যদি দ্রুত হয়ে যায়। সে আইনে যে রায় আসবে, খুব স্বাভাবিক ভাবে সে আইনেই আওয়ামীলীগ নিষিদ্ধ হয়ে যাবে। এ জন্য বাংলাদেশে সংস্কার, দ্রুত বিচার ও দ্রুত নির্বাচন অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। সবকিছু এক সাথে না হলে ফ্যাসিবাদ আবার সুযোগ গ্রহণ করতে পারে। ওই সুযোগ বাংলাদেশে যাতে না হয়, সকল রাজনীতিক দল বৃহত্তর স্বার্থে একই টেবিলে বসা খুব জরুরী।
আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদরের হাজির পাড়া মোহাম্মদীয়া (সা:) কমপ্লেক্স দাখিল মাদ্রাসার উদ্যোগে দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বার্ষিক মেধাভিত্তিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় রাজনৈতিক দল গুলোকে সর্তক করে এ্যানী বলেন, আমাদের ছাত্র ভাইয়ের আন্দোলন করেছে এবং রাজনৈতিক দল সৃষ্টি করেছে। সকল রাজনৈতিক দলকে রিয়েলাইজ করা উচিত। এমন কোন কথা বলা যাবে না, সামান্যতম কথা থেকে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। কারণ আমরা বৃহত্তর স্বার্থটাকে দেখতে হবে। ক্ষুদ্র স্বার্থ আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।

‘সংস্কার হবে না এ কথা বিএনপি কখনো বলেনি’ উল্লেখ করে এ্যানী বলেন, বিগত ৫ বছর বিএনপি বার বার বলে আসছে, এক দলীয় শাসন ব্যবস্থার মধ্যে একগেয়ামী আছে। এক ব্যক্তির শাসন চলতে পারেনা। একদলীয় শাসনে ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদ আছে। এক ব্যক্তির শাসনেও ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদ আছে। যার ফলে বিএনপি ৩১ দফা ঘোষণার মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছি, সবাইকে নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে চেয়েছে। তাই সংস্কার যেন বাংলাদেশের রাজনীতি ও শাসন ব্যবস্থায় থাকে। নতুন শাসণ ব্যবস্থা এবং নতুন সুশাসনের মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ যেন পরিচালিত হতে পারে।

তিনি বলেন, বর্তমান শাসন ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিক সমস্যা বসবে না। রাজনীতিক সমস্যার পাশাপাশি টেন্ডারেবাজী, চাঁদাবাজী ইচ্ছে করলেও বন্ধ করা যায় না। এসব টেন্ডারবাজী- চাঁদাবাজী বন্ধ করতে হলে এবং প্রশাসনিক সংস্কার ও সামাজিক ব্যবস্থার পরিবর্তন করতে হলে শাসন ব্যবস্থার পরিবর্তণ করতে হবে। আমাদের ৩১ দফার মধ্যে যা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

তিনি আরো বলেন, বিএনপি অন্তবর্তীকালীন সরকারকে সহযোগীতা করছে এবং ভবিষ্যতেও করবে। অভিজ্ঞতার ব্যাপারে সরকারকে রাজনীতিক দলগুলোর থেকে মতামত নেওয়া বেশি জরুরী। অন্তবর্তীকালীন সরকার রাজনীতিক দলগুলোর সাথে বেশি বেশি আলোচনায় বসা দরকার। এ ক্ষুদ্র আলোচান বৃহত্তর আলোচনায় বাধা হয়ে দাঁড়াবে না। ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে বৃহত্তর স্বার্থে দেশ ও জাতির প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এ নেতা।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে হাজিরপাড়া মোহাম্মদীয়া (সা:) কমপ্লেক্স দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মীর হোসাইন আল আজহারী সহ অনেকে উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *