যাযাদি ডেস্ক
ভারতে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে আজ বুধবার বিকালে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল শিলংয়ে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে জামাল ভূঁইয়ার দল।
বাংলাদেশ দলের ইংল্যান্ড বংশোদ্ভূত খেলোয়াড় হামজা চৌধুরী দেশে ফিরলেও তার কাল সকালে ঢাকা থেকে ইংল্যান্ডের বিমান ধরার কথা রয়েছে। আজ ঢাকাতেই রাত কাটাবেন তিনি।
শিলং থেকে আজ সকালে বাংলাদেশ দল আসামের গুয়াহাটির উদ্দেশে রওনা হয়। সেখান থেকে তারা কলকাতার বিমানে চড়ে। কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় ভারতের স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায়। সেখান থেকে তারা বিকাল ৫টায় ঢাকার মাটিতে পা রাখে।