Jaijaidin

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন সালাহউদ্দিন

Shah Alam Soulav
1 Min Read

লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন।

তিনি বলেন, এখনও পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। সেজন্য অল্প কিছু সময় লাগবে। তবে তিনি অবশ্যই আসবেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঙ্গে কী কী বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, এ বিষয়ে আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে, তা বাস্তবায়নে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া উচিত। জাতীয় ঐক্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত। ভাসা ভাসা সময় না, সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দিতে হবে।

ছাত্রদের দল করা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা স্বাগত জানাব। তবে, সেটা কিংস পার্টির মতো যেন না হয়।

এরপর সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধান কখনো কবর দেওয়া যায় না। পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন হতে পারে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *