যাযাদিপ্র রিপোর্ট
প্রতিরোধযোগ্য মৃত্যুর সর্ববৃহৎ কারণ তামাক। বিশ্বে প্রতিবছর ৮০ লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করে তামাকে। তামাকের আর্থ-সামাজিক ক্ষতিও ব্যাপক। তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত ‘তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যম’ শীর্ষক দুই দিনব্যাপী সাংবাদিক কর্মশালায় এসব বিষয় তুলে ধরেন আলোচকরা।
বৃহস্পতিবার শেষ হয় কর্মশালা। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা ও আত্মা এই কর্মশালার আয়োজন করেন।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে ১৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে তামাক ব্যবহারের হার ৩৫.৩ শতাংশ। তামাক ব্যবহারজনিত রোগে দেশে প্রতি বছর ১ লাখ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করে। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের কোনো বিকল্প নেই। বাংলাদেশে তামাকপণ্য অত্যন্ত সস্তা ও সহজলভ্য।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইসির সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম, আত্মার কনভেনর লিটন হায়দার, কো-কনভেনর মিজান চৌধুরী ও প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।