Jaijaidin

ঢাকাসহ চার বিভাগীয় শহরে ‌‌‘স্বাধীনতা কনসার্ট’ আগামী ১১ই এপ্রিল

Shah Alam Soulav
4 Min Read

বিশেষ প্রতিনিধি

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর উদ্যোগে রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে আগামী ১১ এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ হবে।

রাজধানী ঢাকার গুলশানের উদয় টাওয়ারে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি শহীদউদ্দিন চৌধুরী এ্যানি একথা জানান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অন্যতম যুগ্ম মহাসচিব।

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘‘স্বাধীনতা দিবস ছিলো গতকাল…, রমজান মাস চলছে। সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন আমরা যে প্রোগ্রামটি নিয়েছি সেটি ঈদের পর ১১ই এপ্রিল ‘স্বাধীনতা কনসার্ট’ নামে হবে এক সঙ্গে দেশের চারটি ভেন্যুতে। এগুলো হচ্ছে— ঢাকার মানিক মিয়া এভিনিউ, চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম এবং বগুড়ায়। বগুড়ায় আমরা এখন পর্যন্ত দুইটা ভেন্যু চিন্তা করেছি, একটা হলো আলতাফুন্নেসা খেলার মাঠ এবং দ্বিতীয়টা আজিজুল হক কলেজ মাঠ। আমরা আজকেই সিদ্ধান্ত নেবো কোনটাতে করব।”

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘‘আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতির আলোকে আমাদের প্রোগ্রামটি সাজিয়েছি। স্বাধীনতা কনসার্টে সুন্দরভাবে অনুষ্ঠানে গণমাধ্যমের সাংবাদিক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সোশ্যাল মিডিয়া, অনলাইন অ্যাক্টিভিস্ট, গুণী ব্যক্তিত্ব, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সিটি করপোরেশনসহ সকলের আমরা সহযোগিতা চাই।”

স্বাধীনতার এই কনসার্ট শুরু হবে আগামী ১১ই এপ্রিল, বিকাল তিনটায়, চলবে রাত ১১টা পর্যন্ত।
গত ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে মহান বিজয় দিবসকে সামনে রেখে ‘সবার আগে বাংলাদেশ’ আয়োজন করেছিলো ‘বিজয় কনসার্ট’।

এদিকে, ঢাকার কনসার্টে থাকবেন যেসব শিল্পীরা, তারা হচ্ছেন— জেমস্, ফিড ব্যাক, শিরোনামহীন, পাওয়ার সুরেজ, অ্যাফিক, আফটার ম্যাথ, প্রিতম, জেফার, পড়শী, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুন, হায়দার হোসেন, অনিমেষ রায়, সোহান আলী, আবরার শাহরিয়ার, মাহতিম সাকিব, সেলিম চৌধুরী, আলেয়া বেগম ও মিফতা জামান।

চট্টগ্রাম ভেন্যুতে থাকবেন— মাইলস, সোলস, আর্ক, লালন, অ্যাশেজ, সাবকন্সিয়াস, বে অফ বেঙ্গল, তীরোন্দাজ, মেট্রিক্যাল, কিরন দাস, নাটাই, এমরান, কোনাল, চিশতি বাউল, তাসনিম আনিকা, সালমা, রায়হান, শুভ্র, মৌসুমী, ইথুন বাবু এবং রিতু রাজ।

বগুড়ার কনসার্টে আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফরেন্ট টাচ, মিজান, এমএনবি, ভাইকিংস, বাগধারা, হৃদয় খান, বেবী নাজনীন, খুরশীদ আলম, কনকচাঁপা, আলম আরা মিনু, কমিয়া, ইয়ামিক, লুইপা, কেজেড রাব্বী, মুত্তাকী হাসিব, রাজীব এবং মাহিন।

খুলনা কনসার্টে থাকবেন— ওয়ারফেইজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস, কার্ণিভাল, বাংলা ফাইভ, কাগুল, কুঁড়ে ঘর, বিবর্তন, আসিফ আকবর, বালাম, তাহসান খান, মুনির খান, কনা, নাসির, জয় শাহরিয়ার, টুনটুন বাবুল, রুখসার রহমান, লিজা এবং পলাশ।

এর পাশাপাশি এসব কনসার্টে আঞ্চলিক গান, কবিতা পাঠ, কৌতুক-যোগ পরিবেশিত হবে বলে জানান শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি বলেন, ‘‘আমরা আগেও বলেছি, আজকেও বলছি যে, বাংলাদেশের ওপর যে সাংস্কৃতিক আগ্রাসন…। এই আগ্রাসনকে আমরা বারবার মোকাবিলা করছি এবং কোনোভাবেই যেনো আমাদের এদেশের সংস্কৃতিতে, কৃষ্টিতে ভারতের গান এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায় সেদিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি।”

সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরে শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘‘আমরা ‘সবার আগে বাংলাদেশ’কে একটা ফাউন্ডেশনের আওতায় নিয়ে এসেছি। আমরা শুধু সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনেই এটিকে বিস্তৃত রাখবো না। বাংলাদেশের স্বার্থকে আমরা বড় করে দেখছি। সেখানে বাংলাদেশের মানুষের জন্য দেশের জন্য যেকোনো অংশগ্রহণমূলক ভালো কাজে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন নিজেকে নিয়োজিত রাখবে।”

তিনি বলেন, ‘‘আমাদের উদ্দেশ্যে এই প্রজন্মকে সম্পৃক্ত করা…। আমরা এই প্রজন্মকে অগ্রাধিকার দিচ্ছি যারা ছাত্র-তরুণ-যুবক সবার আগে বাংলাদেশ এমনভাবে তাদের সম্পৃক্ত করবে যেনো আমরা সবাই মিলে বাংলাদেশের যে সুনাম, বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলাদেশের ইতিহাসকে আমরা টার্গেট করেছি। আমাদের লক্ষ্য ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হবে।”

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, ‘‘এই ফাউন্ডেশনের বিষয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সবসময় কনসার্ন ছিলেন, তার চিন্তা, তার চেতনা, তার পরামর্শ এবং তার দূরদর্শী চিন্তা থেকেই সবার আগে বাংলাদেশের আত্মপ্রকাশ…, আপনারা সেটা জানেন। স্বাধীনতা দিবস উপলক্ষে যে কনসার্টের আয়োজন করেছি এটিও সম্পূর্ণভাবে উনার পরামর্শে, উনার গাইডেন্সে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।”

সংবাদ সম্মেলনে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, সদস্যবৃন্দ- আবদুল মোনায়েম মুন্না, এসএম জিলানি, আতিকুর রহমান রুমন, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও এহসান মাহমুদ উপস্থিত ছিলেন।▫️

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *