যাযাদিপ্র ডেস্ক
ঢাকার অভিজাত এলাকা গুলশান-বনানী থেকে কম দরিদ্র মানুষ বসবাস করে পল্টন এলাকায়। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিবিএস প্রকাশিত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপে দেখা গেছে, ঢাকার সবচেয়ে বেশি ১৯ দশমিক ১ শতাংশ দরিদ্র মানুষ বসবাস করেন কামরাঙ্গীরচরে। অন্যদিকে সবচেয়ে কম দরিদ্র মানুষের বাস পল্টন এলাকায়।
দারিদ্র্যের হার কম এমন এলাকার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ধানমন্ডি। এখানে বাস করেন ১ দশমিক ৫ শতাংশ দরিদ্র মানুষ। এরপরেই রয়েছে যথাক্রমে গুলশান (৩.২%), মোহাম্মদপুর (৪.৬%), রামপুরা (৬.৩%), বাড্ডা (৭.৪%), বনানী (১১.৩%) এবং মিরপুর (১২.৯%)।
২০১৭ সালের ক্রয়ক্ষমতা সমতার ভিত্তিতে নির্ধারিত আন্তর্জাতিক দারিদ্র্যসীমা হলো দৈনিক আয় ২.১৫ ডলার।
অর্থাৎ, দৈনিক ২.১৫ ডলারের কম আয় করা মানুষ দরিদ্র বলে গণ্য হবেন।
জরিপে দেখা গেছে, দেশের সবচেয়ে দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে। আর সবচেয়ে কম দরিদ্র মানুষ বসবাস করে চট্টগ্রাম বিভাগে। দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর এবং উপজেলা মাদারীপুরের ডাসার।
অন্যদিকে সবচেয়ে কম দরিদ্র মানুষের বসবাস নোয়াখালীতে।