Jaijaidin

ডিসেম্বরকে সামনে রেখে সংসদ নির্বাচনের তফসিল

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

 

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হচ্ছে ।

তিনি বলেন, নির্বাচনের জন্য আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করবো না।

রোববার (২৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আগামী ডিসেম্বর ও ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি।

তফসিল কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারাই হিসাব করেন। সংসদ নির্বাচনে সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় ধরে তফসিল ঘোষণা করে ইসি।

অন্য এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, আবারো আমি রিপিট করছি। এটা হলো ঐকমত্যের প্রশ্ন। এক্ষেত্রে তো প্রত্যেকটা আইন সংস্কারের বিষয়েও হয়তো ওনারা ঐকমম্য হবেন। পরে আমাদের যে প্রস্তুতিটা, সে প্রস্তুতির জন্য সময় লাগবে। এখন ধরেন, যদি আমি কালকেই ঐকমত্যের রেজাল্টটা পেয়ে যাই, তাহলে এক ধরনের টাইম আমি পাচ্ছি। আর যদি এটা বিলম্বিত হয় তাহলে আবার একটু কমে আসবে। সব কিছু মিলে আমরা আশা করি, একটা যৌক্তিক সময়ের ভেতরেই তফসিল ঘোষণা করতে পারব।

তফসিল ঘোষণার ক্ষেত্রে ভোট করার ক্ষেত্রে কোনো চাপ অনুভব করছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বলছি কোনো চাপ নেই আমাদের এবং চাপের কাছে আমরা নতি স্বীকার করব না। গতকাল আমাদের সিইসি সাহেবের স্টেটমেন্ট আপনারা দেখেছেন। যে কোনো চাপ ইনফ্লুয়েন্স কোন নির্দেশনা নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে না। আগেও আমরা বলেছিলাম, আমাদের একটাই কথা, যদি স্বাধীনভাবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নিরপেক্ষভাবে নির্বাচন করতে না পারি তাহলে হয়তো…। এটা না করার কোনো সুযোগ নেই? করতেই হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *