Jaijaidin

ঝিনাইদহের কোটচাঁদপুরে সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত, একজন আহত

Shah Alam Soulav
1 Min Read

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বায়ু সিলিন্ডার বিস্ফোরণে মিল্টন হোসেন (২২) ও রাম মিস্ত্রি (৫৫) নামে দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আলমগীর হোসেন নামে আরো একজন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কোটচাঁদপুর পৌর শহরের আখ সেন্টারপাড়ায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত মিল্টন উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে ও রাম মিস্ত্রি একই গ্রামের বদ্যি নাথের ছেলে। এছাড়া আহত আলমগীর হোসেন মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের বাসিন্দা। আহত আলমগীর হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে প্রতিদিনের মত শহরের মিজানুর রহমানের কাঠের নকশাঁ ঘরে কাজ করছিল মিস্ত্রিরা। মাগরিবের নামাজের সময় বিকট শব্দে বায়ু সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এসময় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ছুটে এসে দেখতে পান তিন মিস্ত্রি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এদের মধ্যে অচেতন অবস্থায় তিনজনকে হাসপাতালে পৌছে দেয় স্থানীয়রা।

কোটচাঁদপুর হাসপাতালের চিকিৎসক রাফসান রহমান জানান, সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের হাসপাতালে আনার পূর্বেই দুইজন মারা যায়। এরমধ্যে আহত আলমগীর নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর পাঠানো হয়েছে।

কোটচাঁদপুর থানার এসআই শাহিদুর রহমান দুইজন নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শণ করছি। কি কারণে এমন বিস্ফোরণের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *