জবি প্রতিনিধি
শিক্ষা মন্ত্রণালয়ের থেকে সংশোধিত চিঠি আসায় অনশন প্রত্যাহার করেছেন অনশনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আলোচনায় চুড়ান্ত সিধান্ত না আসা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলমান থাকবে বলে জানান তারা।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় সচিবালয়ের সামনে প্রেস ব্রিফিং এ এ কথা জানান অনশনরত উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী একেএম রাকিব।
একেএম রাকিব বলেন, সচিবালয় থেকে আমাদের কাছে এ মুহুর্তে চিঠি এসেছে। আমাদের ৩ দফা দাবির মাঝে দুটি সরাসরি উঠে এসেছে এবং আর একটি দাবি আলোচনার মাধ্যমে সম্পন্ন করার কথা বলা হয়েছে। আমরা এ মুহূর্তে সচিবালয়ে অনশন প্রত্যাহার করছি কিন্তু আলোচনার সিধান্ত ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় শাটডাউন কর্মসূচি চলমান থাকবে।
উল্লেখ্য, অনশনে বসা শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো-সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে; পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে; যত দিন অবধি আবাসন ব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।