নরসিংদী প্রতিনিধি
ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আমরা লক্ষ্য করেছি অনেকেই সংস্কার চান না। দেশের স্বার্থে, জনগণের মৌলিক অধিকারের স্বার্থেই সংস্কার প্রয়োজন। শুক্রবার সন্ধ্যায় নরসিংদী জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এনসিপি আয়োজিত ইফতার পার্টিতে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনাকে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে চাই। এক্ষেত্রে ইনডিয়ার মোদি সরকারকে আমরা স্পষ্ট করে বলতে চাই- শেখ হাসিনাকে শেল্টার দিয়ে আপনারা বেশি দিন সুবিধা করতে পারবেন না। আমরা এদেশের তরুণরা শেখ হাসিনাকে আদালতের মুখোমুখি করতে চাই। আপনারা শেখ হাসিনাকে হয় আমাদের হাতে, নয়তো আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলে দেন। যতদিন পর্যন্ত তুলে না দেবেন ততদিন পর্যন্ত আপনাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না।
তিনি জুলাই গণ-অভ্যুত্থানের গণহত্যার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শেখ হাসিনা বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা আন্তর্জাতিক অপরাধের সামিল। কাজেই তাকে এই অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে উঠতেই হবে।
নির্বাচন প্রসঙ্গে মি. তুষার বলেন, আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক কোনো অবস্থাতেই থাকতে পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশে যে অপরাধ করেছে তাতে তারা নির্বাচন করার মতো নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে তাদের দলের নিবন্ধন বাতিল করতে হবে।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই সংস্কার চাচ্ছেন না। সংস্কারের প্রয়োজন আছে। জনগণের মৌলিক অধিকারের স্বার্থেই সংস্কার প্রয়োজন। আমাদের মধ্যে ঐক্য আছে। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি সত্য। কিন্তু রাজনীতি অনেক কঠিন। এখানে আমরা নতুন। এক্ষেত্রে আমরা আপনাদের সবার সহযোগিতা চাই।
এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক এবং নরসিংদী জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট শিরিন আক্তার শেলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদ, জেলা জামায়াতের আমির মাওলানা মুছলেহুদ্দীনসহ অন্য রাজনৈতিক দলের নেতারা।