Jaijaidin

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি, সি, ডি ইউনিটের ভর্তি পরিক্ষার ফল প্রকাশ

Shah Alam Soulav
2 Min Read

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনুষ্ঠিত বি (কলা ও আইন অনুষদ), সি (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) ডি ইউনিটের এবং বি ও সি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়কের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পারবেন। আগামী ৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা www.admission.jnu.ac.bd তে লগইন করে বিষয় পছন্দ (subject choice) দিতে পারবেন।

ডি ইউনিটের দুই শিফটে মোট আসন সংখ্যা ৫৯০টি। প্রথম শিফটে মোট আসন ২৯৪টি। যার মধ্যে মানবিক ১৯২, বাণিজ্য ৩৩, বিজ্ঞান বিভাগের জন্য ৬৯। দ্বিতীয় শিফটে মোট আসন ২৯৬টি। যার মধ্যে মানবিক ১৯৩, বাণিজ্য ৩২ এবং বিজ্ঞান বিভাগের জন্য থাকবে ৭১ আসন।

সি ইউনিটের দুই শিফটে মোট আসন সংখ্যা ৫২০টি। প্রথম শিফট মোট আসন ২৩০টি। সব কটি আসন বাণিজ্য অনুষদের জন্য। দ্বিতীয় শিফটের মোট আসন ২৯০টি। যার মধ্যে বাণিজ্যের জন্য ২৩০ আসন, মানবিক ১৬ এবং বিজ্ঞান বিভাগের জন্য থাকবে ৪৪টি আসন।

সি ইউনিটের তিনটি শিফটে মোট আসন সংখ্যা ৭৮৫টি। প্রথম শিফট মোট আসন ২৯৪টি। মানবিক ২১৬, বাণিজ্য ৩৭, বিজ্ঞান বিভাগের জন্য ৪১। দ্বিতীয় শিফট মোট আসন ২৯২টি। যার মধ্যে মানবিক ২১৮, বিজ্ঞান ৩৯, বাণিজ্য বিভাগের জন্য ৩৫টি। তৃতীয় শিফটে মোট আসন ১৯৯টি। মানবিক ১২৪, বিজ্ঞান ৬৫, বাণিজ্য বিভাগের জন্য ১০টি আসন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *