Jaijaidin

ছাত্রলীগের বিচার চেয়ে ছাত্রদলের দীর্ঘ মিছিল

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র ডেস্ক

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে কিলোমিটারব্যাপী মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ২০ নাগাদ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে মিছিলটি।

সরেজমিনে দেখা যায়, ছাত্রদলের মিছিলের সারি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পেরিয়ে গেছে। মিছিলে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ বিভিন্ন নেতারা উপস্থিত রয়েছেন।

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ নামে কর্মসূচিটি পালনে দুপুর ২টায় শিখা চিরন্তন চত্বরে জড়ো হয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন তারা।

পদযাত্রা থেকে নেতাকর্মীরা ছাত্রলীগ ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিয়েছেন। নেতাকর্মীদের হাতে ‘জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড’; ‘সে নো টু মবোক্রেসি’; ‘স্টপ মব জাস্টিস’; ‘ক্রিমিনাল হ্যাভ নো প্লেস ইন ক্যাম্পাস’; ‘আওয়ামী সিনেট-সিন্ডিকেট, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড রয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *