Jaijaidin

ছাত্রনেতা মফিজুর রহমান আশিকের ঈদ শুভেচ্ছা বিনিময়

Shah Alam Soulav
1 Min Read

বিশেষ প্রতিনিধি

বিএনপি ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনসহ সাধারণ ছাত্র-জনতার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ন সম্পাদক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখ যোদ্ধা মফিজুর রহমান আশিক।

চট্টগ্রামের বাঁশখালীর উপজেলা পরিষদ চত্বরে এই ঈদ শুভেচ্ছা বিনিময় করেন গুম থেকে ফিরে আসা এই ছাত্রনেতা।

ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বাঁশখালী পৌরসভা, খানখানাবাদ ইউনিয়ন, ছনুয়া ইউনিয়ন, পুইছড়ি ইউনিয়ন, গন্ডামারা ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা-কর্মীরা, বাঁশখালী উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরাসহ সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। ঈদ শুভেচ্ছা বিনিময় পরবর্তী আনন্দ শোভাযাত্রা শেষে বাঁশখালী পৌরসভার প্রধান সড়কের পাশে অনুষ্ঠিত সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মফিজুর রহমান আশিক। তিনি এসময় বাঁশখালীর সংকোচিত প্রধান সড়কের সমস্যা সমাধান ও বাঁশখালীর আবকাঠামোগত উন্নয়নসহ বহুমুখী পদক্ষেপ নিতে উদ্যোগ নিবে বলে জানান। তিনি বাঁশখালীতে পর্যটন শিল্পের ব্যাপক প্রসারের সম্ভাবনার কথা তুলে ধরেন। একইসাথে বাঁশখালীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল কলেজ, মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

উল্লেখ্য, মফিজুর রহমান আশিকের গ্রামেব বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়ায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ন সম্পাদক ছিলেন। তিনি গত ফ্যাসিস্ট সরকারের সময়ে ২০১৩ সালে র‍্যাব কর্তৃক গুমের শিকার হন এবং ২০২২ সালে সিটিটিসি কর্তৃক দ্বিতীয় দফায় গুমের শিকার হন। এছাড়া তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখ যোদ্ধা হিসেবেও ভূমিকা রাখেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *