Jaijaidin

‘চামড়া খাতের রপ্তানি বাজার পুনরুদ্ধারে কাজ করবো’

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র রিপোর্ট

চামড়া খাতের হারানো রপ্তানির বাজার পুনরুদ্ধার করতে হবে। পরিবেশ ও শ্রম আইনের নানা কারণে বর্তমানে বৈদেশিক বাজার অনেকটাই সঙ্কোচিত হয়ে গেছে। বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) আগামী দ্বি-বার্ষিক নির্বাচনে জয়ী হতে পারলে রপ্তানি বাজার পুনরুদ্ধারে কাজ করবো।

আসন্ন ২০২৫-২০২৬ বর্ষের বিটিএ-এর দ্বি-বার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী ও এম-বি ট্যানারির পরিচালক মোহাম্মদ রিন্টু এ কথা বলেন। আগামীকাল (৮ ফেব্রুয়ারি) ভোট অনুষ্ঠিত হবে। তিনি ১০৬ নং ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি বলেন, নির্বাচিত হলে পরিবেশবান্ধব ট্যানারী শিল্প গঠনে করবো। ইউরোপের বাজার পুরুদ্ধারে কাজ করবো। সাভারের ধলেশ্বরী নদী দুষণের হাত থেকে রক্ষা করতে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া হবে। সবার অভিযোগ আগে বুড়িগঙ্গা দুষিত হতো, আর এখন ধলেশ্বরী নদী দুষণ করছে ট্যানারী মালিকরা। যে কারণে ইতালি, জাপান, জার্মান, ফ্রান্সসহ অনেক দেশের বাজার হারিয়েছি। বর্তমানে ভিয়েতনাম, পাকিস্তান, ইনডিয়া এবং চীন এসব বাজার দখল করে আছে।
মোহাম্মদ রিন্টু আরও বলেন, বর্তমানে বিসিক নগরী নাম ট্রান্সফার করা খুব কঠিন কাজ। যাদের বাবার নামে ফ্যাক্টরি ছেলের নামে ট্রান্সফার করা যাচ্ছে না। এজন্য ব্যাংক লোনসহ অনেক সুবিধা বঞ্চিত হচ্ছে ট্যানারি মালিকরা। হেমায়েতপুর প্রজেক্টের প্লটগুলোর মাসিক-বার্ষিক কিস্তি প্রায় দ্বিগুণ করে ফেলেছে। বিসিক সার্ভিস চার্জ নিচ্ছে, সেই অনুযায়ী সেবা দিচ্ছে না। এটি পরিবেশ দুষিত হওয়ার অন্যতম কারণ। আমি নির্বাচিত হলে বিষয়গুলো সমাধানে সম্মিলিতভাবে কাজ করবো।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *