Jaijaidin

চাকরির নামে দালালের মাধ্যমে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা

Shah Alam Soulav
4 Min Read

যাযাদি ডেস্ক

ফ্লাই বেঙ্গল এয়ার লাইন্স। একটি বেসরকারি বিমান কোম্পানি। সার্ভিসে আসার আগেই চাকুরি দেয়ার নাম করে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা। এর বেশিরভাগ টাকা হাতিয়ে নেন দালালের মাধ্যমে। এই মর্মে গত ৬ মার্চ একজন ভুক্তভোগী বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, রাফায়েল গমেজ নামে একজন ভুক্তভোগী তাহিম ওরফে কুদ্দুছুর রহমান তাহিম (৫১), পিতা- জয়নাল আবেদীন, মাতা- মৃত অপুলা বেগম, মোবা: ০১৭৬৬৩৬৩৮৭৪ ঠিকানা- কাওলা, শান্তারটেক, দক্ষিণকান ঢাকা, এনআইডি-২৬১১০৩৮৭৩৭৪০৫, মোঃ সাজ্জাদ কাদির (৪০), পিতা- সুলতান আলী, মাতা-শামছুন নাহার মোবাইল:-০১৭১৩৩১৫১৫২, স্থায়ী ঠিকানা- পূর্ব আমার বোয়ালী খামার বোয়ালী, পোষ্ট আফিস, উপজেলা- গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা, এনআইডি-৩২৫৪৫০৪৯৮২, দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদীগণ আমাদের এলাকার জনৈক মৌসির পরিচিত। এই পরিচয়ের সূত্রে আসামীদের সঙ্গে আমার পরিচয় হয়। এরপর জানতে পারি তারা বিভিন্ন কোম্পানীতে চাকুরী দেয়। একপর্যায়ে তারা আমাকে বলেন বিমানবন্দরে ফ্লাইবেঙ্গল কোম্পানীতে ভাল বেতনে আমাকে চাকুরী নিয়ে দিবে। এজন্য তাহাদের টাকা দিতে হবে। আমারও চাকুরীর অনেক প্রয়োজন থাকায় সরল বিশ্বাসে তাহিমের হাতে মোট ১,০০,০০০ টাকা দিয়েছিলাম। টাকা নেয়ার দুই মাসের মধ্যে আমাকে চাকুরীতে নিয়োগ দিবেন বলে জানান। পরবর্তীতে চাকুরী না দেয়ায় টাকা ফেরত চাইলে বিবাদী বিভিন্ন সময় এবং বিভিন্ন তারিখ দিয়ে প্রতারণামূলক আচরণ শুরু করে। পরবর্তীতে আমি লোক মারফত জানতে পারি যে আমার মত সহজ সরল লোকজনকে টার্গেট করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। বিবাদী আমার ও আমার মত আরও অনেকে টাকা নেয়ার কল রেকর্ড আমাদের নিকট রয়েছে। গত ৮ ফেব্রুয়ারী বেলা ১১টায় বিমানবন্দর থানাধীন কাওলা এলাকায় বিবাদীর বাসায় আমি টাকা চাইতে গেলে সে আমাকে টাকা না দিয়ে বিভিন্ন রকম অকথ্য ভাষায় গালি গালাজ করে। একপর্যায়ে আমাকে মারপিট করার জন্য উদ্যত হয়। তিনি আরও বলেন যে টাকা ফেরত দেবেন না এবং আমাকে নানা ধরনের হুমকি প্রদান করেন। উক্ত বিবাদীগন পরস্পর যোগসাজসে প্রতারণামূলকভাবে আমার টাকা আত্মাসাৎ করার চেষ্টা করছে।
এ বিষয় রাফায়েল গমেজ জানান, ২২ সালে ফ্রেব্রুয়ারির ১০ তারিখ একটি এয়ার লাইন্স এ চাকরির খবর পাই। মোসি আমাকে কাওলায় বসবাসরত তাহিম নামক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেন। তাহিম নিজেকে ফ্ল্যাই ব্যাঙ্গাল নামক নতুন এয়্যার লাইন্সের কর্মকর্তা বলে পরিচয় দেন। এরপর তিনি বলেন, এই কোম্পানিতে অনেক লোক নিয়োগ দিবেন এবং বলে আমাকে চাকরি দেবেন। তবে এজন্য এক লক্ষ টাকা দিতে হবে। আমি রাজি হয়ে ভালো চাকরি ভেবে বিশ্বাস করি। তিনি আরো বলেন অনেক লোক নিয়োগ দেওয়া হবে। যেন আমার পরিচিত সকলকে জানাই যারা চাকরি করতে ইচ্ছুক। তারপর আমি তার কথা বিশ্বাস করে আমার আত্বীয়, বন্ধু ও এলাকার অনেককেই যেমন-অরণ্য কস্তা, অরিন কান্তা, নাহিদ, ওয়াহিদ, ইউনুস, পংকজ- নামক ব্যক্তি তাহিম এর সাথে দেখা করেন এবং চাকরির ব্যাপারে কথা বলেন। তাহিম তাদেরকে টাকার বিনিময়ে চাকরির নিয়োগপত্র নিতে বললে অনেকেই  টাকা দেন আবার অনেকেই টাকা দেননি।  যারা টাকা দেন তাদেরকে তাহিম ও সাজ্জাদ নামন ব্যক্তি টাকার বিনিময়ে নিয়োগপত্র দেন। পরর্তীতে অনেক দিন কেটে গেলেও যখন চাকরিতে নিয়োগ না করায় বারবার তাহিম ও সাজ্জাদ নামক ব্যাক্তির সরনাপন্ন হয়ে তারা চাকরি হবে অপেক্ষা করতে বলেন। তারপর ও যখন চাকরি হচ্ছিল না তখন তাহিম ও সাজ্জাদ নামক  ব্যক্তির কাছে টাকা চাইলে  বারবার তারিখ দিতে থাকেন। বলতে থাকেন আজ দিব কাল দিব কিন্তু  টাকা ফেরতও দেয় না চাকরিতে নিয়োগও দেয় না। বারবার টাকা ফেরত চাইতে গেলে আমরা জানতে পারি আমাদের মতো আরও অনেকেই একই ভাবে চাকরির নিয়োগপত্র নিয়েছেন একই ব্যাক্তিদের কাছ থেকে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *