Jaijaidin

চব্বিশের শহিদ ও আহত পরিবারকে ঈদ উপহার দিলেন আমিনুল হক

Shah Alam Soulav
2 Min Read

বিশেষ প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৈষম্য বিরোধী গণআন্দোলনে শহিদ ও আহত পরিবারকে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ শুক্রবার (৩০ মার্চ) সকালে বৈষম্য বিরোধী গণআন্দোলনে ঢাকার পল্লবী ৫ নং ওয়ার্ড যুবদল নেতা শহিদ সানি ও আহত সোহেল এর পরিবারকে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন ঢাকা মহানগর বিএনপির শীর্ষ এই নেতা।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেন,শহিদ হওয়া পরিবারের সদস্যরা একা নয়। আমরা সবসময় এই পরিবার এর পাশে থাকবো। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে সকল শহিদ পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি সরকার।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী শহিদ পরিবারের হাতে তুলে দেন তিনি। একই সাথে শহিদ হওয়া পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদানসহ ভবিষ্যতে ব্যক্তিগতভাবে ও সহযোগিতার আশ্বাস দেন আমিনুল হক।

এইদিন দুপুরে পল্লবী ও রুপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন আমিনুল হক। এছাড়াও তিনি অসহায় নারী পুরুষের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু,রুপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান,রুপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *