যাযাদিপ্র ডেস্ক
রাজধানীর সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট কলেজে ছাত্রদলের আয়োজনে স্কিল কম্পিটিশন ও ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে৷
বৃহস্পতিবার কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের মাঝ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
স্কিল কম্পিটিশনে নবীন শিক্ষার্থীদের কুইজ, স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে গ্রাফিক ডিজাইন ডিপার্টমেন্টের পোস্টার ডিজাইন, প্রিন্টিং ডিপার্টমেন্টের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে পোস্টার ডিজাইন এবং কম্পিউটার ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা টাইপিং দক্ষতা বিষয়ে অংশ নেন।
প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ী ২০ জনকে পুরস্কৃত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান।
এই আয়োজনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। এছাড়াও মহানগর পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি সরোয়ার আলম পিয়াস, যুগ্ম সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাফি ও সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্কিল কম্পিটিশন ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গ্রাফিক আর্ট কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের ১ নং সহ-সভাপতি কাওসার খান।