Jaijaidin

গুঞ্জন সত্যি, গৌরীর সাথে প্রেম করছেন আমির

Shah Alam Soulav
5 Min Read

যাযাদিপ্র ডেস্ক

জোরালো গুঞ্জনকে সত্যি বলে স্বীকার করে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান নিজে মুখে বলেছেন, বেঙ্গালুরু নিবাসী গৌরী নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি।

এনডিটিভি লিখেছে, তারা দুজনে দেড় বছর ধরে ‘একসঙ্গে থাকছেন’ বলেও জানিয়েছেন আমির।

শুক্রবার আমিরের ৬০তম জন্মবার্ষিকী। আগের দিন বৃহস্পতিবার মুম্বাইয়ে এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের কাছে গৌরীর কথা জানিয়েছেন আমির।

গৌরীর পুরো নাম না জানিয়ে তিনি বলেন, “২৫ বছর আগে গৌরীর সঙ্গে আমার পরিচয় হয়। বর্তমানে আমরা প্রেমিক-প্রেমিকা। আমরা একে অপরের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেড় বছর ধরে আমরা একসাথে আছি।”

মুম্বাইয়ে আমির তার বাড়িতে গৌরীর সঙ্গে তার দুই তারকা বন্ধু শাহরুখ খান ও সালামান খানের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা।

গৌরীর বিশদ পরিচয় জানতে চাইলে সাংবাদিকদের আমির বলেন, “গৌরী প্রযোজনা সংস্থাতে কাজ করেন।”

তবে বলিউড নাকি দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে গৌরীর যোগাযোগ সে বিষয়ে সংবাদমাধ্যমে কোনো তথ্য আসেনি।

এ সময় আমির গৌরির ছবি প্রকাশ না করার অনুরোধ করেছেন, তিনি জানিয়েছেন নতুন সম্পর্ক যতটা সম্ভব ব্যক্তিগত রাখতে চাইছেন তিনি।

ওই অনুষ্ঠানে গৌরীর জন্য ‘কাভি কাভি মেরে দিল মে’ গানের কয়েক কলি গেয়ে শোনান আমির।

কথায় কথায় আমির বলেন, “আমি জানি না ৬০ বছর বয়সে বিয়ে করাটা শোভা পায় কী না। তবে গৌরীকে নিয়ে আমার বাচ্চারা খুশি। এবং আমি ভাগ্যবান যে আমার সাবেক স্ত্রীদের সঙ্গে গৌরীর ভালো সম্পর্ক দাঁড়িয়েছে।”

মাস খানেক ধরে প্রায়ই বেঙ্গালুরুতে আমিরের বেড়াতে যাওয়ার খবর এসেছে সংবাদমাধ্যমে।

সে বিষয়ে তিনি বলেন, “ওখানে মিডিয়ার নজরদারি কম, আমি সেখানে উড়ে যেতাম গৌরীর সঙ্গে দেখা করতে।”

আমির জানিয়েছেন শুক্রবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে তিনি ডিনারের আয়োজন করেছেন, সেখানে গৌরীও থাকবেন।

ভারতীয় সিনেমার পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আমির খানের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের। মাসখানের ধরে আমির-ফাতিমার সম্পর্ক চর্চার পর এই অভিনেতার সঙ্গে বেঙ্গুলুরুর এক নারীর নাম শোনা যাচ্ছিল কিছুদিন ধরে।

শোনা গিয়েছিল, ইতোমধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে বেঙ্গালুরুবাসিনীর পরিচয়ও করিয়ে দিয়েছেন আমির। সেই বেঙ্গালুরুবাসিনীই হলেন গৌরী।

আমির প্রথম বিয়ে করেছিলেন ১৯৮৬ সালে রীনা দত্তকে, তখনো তিনি অভিনয়ে আসেননি। ওই সংসারে আমিরের দুই ছেলে মেয়ে ইরা খান ও জুনাইদ খান।

২০০২ সালের ডিসেম্বরে আমির-রীনার বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চিত্রপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। এই দম্পতির ছেলে আজাদ খান। ‘লগন’ চলচ্চিত্রের শুটিংয়ে আমির-কিরণের পরিচয়; কিরণ সেই ছবির সহকারী পরিচালক ছিলেন।

২০২১ সালের জুলাইয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন। তবে প্রেম-বিয়ে-সংসার চুকেবুকে বিচ্ছেদ হয়ে গেলেও সিনেমাই দুজনকে এক কাতারে বেঁধে রেখেছে। কিরণের লাপাতা লেডিস সিনেমার প্রযোজক ছিলেন আমির।

বিচ্ছেদ হলেও তারা যে সত্যি ‘পরিবারের মত’, সে কথা কাজে প্রমাণ করেছেন আমির ও কিরণ। আমিরের পারিবারিক যে কোনো অনুষ্ঠানে কিরণকে দেখা যায়।

এছাড়া সিনেমা সংশ্লিষ্ট মুম্বাইয়ের নানা অনুষ্ঠানে আমির-কিরণের যুগল উপস্থিতি স্বাভাবিক দৃশ্য হয়ে গেছে।

এরপর কিছুদিন শোনা গেল ফাতিমা সানা শেষের সঙ্গে আমির তৃতীয় বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এখন গৌরীর নাম প্রকাশ হওয়ায় সেই গুঞ্জন পুরোপুরি থেমে গেল।

এদিকে আমিরের জন্মবার্ষিকী ঘিরে ভারতজুতে বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন হয়েছে। শুক্রবার থেকে শুরু হয়ে ২৭ মার্চ পর্যন্ত চলা উৎসবে বিভিন্ন মাল্টিপ্লেক্সে আমির অভিনীত নানা স্বাদের সিনেমা দেখান হবে। ওই উৎসবের নাম রাখা হয়েছে ‘আমির খান: সিনেমা কা জাদুকর’।

‘কেয়ামত সে কেয়ামত’ দিয়ে আমিরের শুরু ১৯৮৮ সালে; তরুণ সুদর্শন নায়ককে প্রথম সিনেমাতেই লুফে নিয়েছিল দর্শক।

তখন ‘চকলেট হিরো’ তকমা সঙ্গী হয়েছিল নামের সঙ্গে। তারপর নিজেকে ভেঙেছেন-গড়েছেন। বলিউডে বহুমাত্রিক এক অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।

আমির সিনেমা কম করেন, কিন্তু যেটা করেন, সেটাই হিট, এমনটাই হয়ে আসছিল। হলিউডের ‘ফরেস্ট গাম্প’ এর রিমেক ‘লাল সিং চাড্ডা’ নিয়ে বেশ আশাবাদীও ছিলেন আমির, তবে ফল হয়েছে উল্টো। সিনেমাটির সঙ্গে আমিরের এক দশকের পরিশ্রম যেমন আছে, তেমনি জুড়ে আছে ‘ব্যর্থতা’ শব্দটি।

২০২২ সালের পর আমিরকে আর সিনেমার পর্দায় দেখা যায়নি। ওই সময়ে তিনি কিছুদিন অবসরে থাকারও ঘোষণা দেন।

ওই সময়টিতে আমির যোগব্যায়াম করেছেন, ক্ল্যাসিকাল মিউজিকে তালিম নেওয়ার চেষ্টা করেছেন, এখানে ওখানে ঘুরে বেড়িয়েছেন, মেয়ের বিয়ে নিয়েও ব্যস্ততায় থেকেছেন।

এছাড়া পরিচালক কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ সিনেমার প্রযোজনা করলেও নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবর তার মুখ থেকে কেউ শোনেনি।

তবে কিছুদিন আগে আমির বলেছেন তিনি তার কর্ম জীবনের শেষ দশকে প্রবেশ করেছেন। তাই কিছুদিন আগে অভিনয়কে বিদায় জানাতে মন সায় দিলেও এখনকার সিদ্ধান্ত হল কাজের কোনো সীমা তিনি রাখতে চান না।

অভিনেতার হাতে এখন ছয়টি প্রকল্প। তবে এই ৬টি সিনেমার নাম, বা তিনি কোনটিতে অভিনয় করছেন আর কোনটি নির্মাণ করছেন সেটি প্রকাশ করেননি।

আমির বর্তমানে ‘সিতারে জামিন পার’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। এছাড়া তার প্রযোজিত ‘লাহোর ১৯৪৭’ সিনেমার প্রস্তুতিও শুরু হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *