কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার গাজীপুর- ইটাখলা আঞ্চলিক মহাসড়কের মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর এলাকায় গাজীপুর যাওয়ার পথে “ক্যাফে নানা বাড়ি রিসোর্টের” পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকাআপ ডোবায় পরে যায়। সকাল আনুমানিক সাড়ে ৫ টায় সময় ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই ড্রাইভার আলামিন সহ তিনজন মৃত্যুবরণ করে।
স্থানীয় এবং থানা সূত্রে জানা যায় রাতে সিলেট থেকে গাজীপুর আসার উদ্দেশ্যে রওনা দিয়ে নরসিংদী থেকে শশা (কাঁচামাল) বোঝাই করে গাজীপুর যাওয়ার পথে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডোবায় পড়ে যায়, যার নাম্বার ঢাকা মেট্রো ন ১২-৩০৬৫ ।
প্রথমে এলাকাবাসী পানিতে নেমে উদ্ধার করতে চেষ্টা করে যাত্রীদের ও ড্রাইভারকে বের করতে না পারায়, কালীগঞ্জ থানাকে অবহিত করেন। সংবাদ পেয়ে কালিগঞ্জ থানার সঙ্গীয় ফোর্স নিয়ে এস আই সুশান্ত চন্দ্র এবং কালিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন জানান ড্রাইভার এর পরিচয় জানা গেছে। সে খুলনার সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলি এলাকার মোহাম্মদ সোহরাব মোড়লের ছেলে মো. আল-আমিন। অপর দুইজনের নাম ঠিকানা এখনো জানা যায়নি। মৃতদেহ ও পিকআপ উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধারকিত মৃতদেহ ময়নাতনদের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ড্রাইভার আলামিনের স্বজনদের ও গাড়ির মালিককে সংবাদ পাঠানো হয়েছে।