Jaijaidin

গণঅভ্যুত্থানে আহত ইমরানের খোঁজ নিলেন তারেক রহমান

Shah Alam Soulav
1 Min Read

বিশেষ প্রতিনিধি

গণঅভ্যুত্থানের সময়ে আহত হয়ে আট মাসেরও অধিক সময় ধরে চিকিৎসাধীন ছাত্রদল নেতা ইমরানের চিকিৎসার খোঁজ খবর নিলেন তারেক রহমান।

গণঅভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া ঢাকা কলেজের আহ্বায়ক কমিটির সদস্য ইমরানের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত বছরের ১৯ জুলাই রাজধানীর পল্টন এলাকায় জুলাই আন্দোলনের সময় ইমরান গুলিবিদ্ধ হন। এরপর থেকে দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় ধরে তিনি শ্যামলীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন।

আজ রাত ৮টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে তারেক রহমান ইমরানের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তিনি ইমরানের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন এবং ঘটনার বিস্তারিত শোনেন।

তারেক রহমান আহত ইমরানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও ইমরানের দ্রুত সুস্থতা কামনা করেন। তারেক রহমান বলেন, ইমরানের সকল অপারেশন শেষ হতে দুইবছর লাগবে। যতদিনই লাগোক বিএনপি পরিবার তার পাশে থাকবে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদলের দপ্তর সস্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক রাহাত হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি পিয়াল হাসান, সদস্য সচিব মিল্লাদ হোসেনসহ অনেকে। ছাত্রদলের ইমরানের খোঁজ নিলেন তারেক রহমান।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *