যাযাদি ডেস্ক
ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। গ্রুপের প্রথম ম্যাচে আশরাফুল ইসলামের জোড়ায় বাংলাদেশ ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে কাজাখস্তানকে।
শুক্রবার ম্যাচে প্রথম গোল পেতে বেশ সময় লেগেছে। আক্রমণ করেও গোল আসছিল না। ২৪ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল গোল করে দলকে লিড এনে দেন।
৬ মিনিট পর কাজাখস্তান ম্যাচে সমতা ফেরায়। পেনাল্টি কর্নার থেকে দুইসেনগাজী গোল করে বাংলাদেশের অগ্রযাত্রায় ভাগ বসান।
এরপর তৃতীয় কোয়ার্টারে দুই মিনিটে বাংলাদেশের ঝড়!
৩৮ মিনিটে বাংলাদেশ আবারও লিড নেয়। পেনাল্টি কর্নার থেকে নাইম উদ্দিন গোল করে কাজাখস্তানকে ব্যাকফুটে ফেলে দেন।
পরের মিনিটেও বাংলাদেশের সাফল্য। রাকিবুল হাসান আক্রমণ থেকে গোল করে ম্যাচের স্কোরলাইন ৩-১ করেন।
৪৪ মিনিটে বাংলাদেশ চতুর্থ গোল করে কাজাখস্তানকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়। স্ট্রাইকার সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে চতুর্থ গোল আদায় করে নেন।
ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে কাজাখস্তানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় বাংলাদেশ। আশরাফুল পেনাল্টি কর্নার থেকে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন।
‘বি’ গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ ২০ এপ্রিল স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।