যাযাদিপ্র ডেস্ক
কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আইএসপিআর এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
সোমবার দুপুরে বিমান ঘাঁটি সংলগ্ন সমিতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে।
এদিকে এ ঘটনায় একজন নিহত হয়েছেন। একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনায় একজন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
নিহত যুবকের নাম শিহাব, তিনি পৌর ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম।