Jaijaidin

ওসমানীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অবহিতকরণ ও বাস্তবায়ন সংক্রান্ত সেমিনার অনুষ্টিত

Shah Alam Soulav
2 Min Read

হারুন রশিদ, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তববায়ন বিষয়ক সেমিনার ও পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদাড় করণ সেমিনার সংক্রান্ত সভা অনুষ্টিত হয়।

৪ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় উপ পরিচালক আরিফ মোর্শেদ মিশু, সেমিনারের বিষয় বস্তু উপস্থাপন করেন সহকারী পরিচালক মোঃ আরিফ মিয়া, এসময় বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে জনগণকে দ্রততার সাথে সেবা প্রদানসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ অধিদপ্তর সদা সচেষ্ট কাজ করে। একার্যক্রমের মাধ্যমে ভোক্তা স্বার্থ বিরোধী কার্যক্রম ও অপরাধ দমনের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধির্পূবক ভেজাল রোধ করে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কোন পণ্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে প্রতারিত সংক্ষুদ্ধ ভোক্তা এ আইনের ৭৬(১) ধারামতে এ অধিদপ্তরে যে কেউ অভিযোগ দায়ের করতে পারেন। অভিযোগের ভিত্তিতে অপরাধ সত্য প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থায় আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে প্রদান করতে বাধ্য করা হয়। বক্তারা আরো বলেন, চলমান মাহে রমজান মাসে অসাধু ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের লাগামহীন দাম ওজনে কম ভেজাল পন্য রোধে সকল নাগরিককে সচেতন থাকতে আহবান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন, উপজেলা এলজিইডি প্রকৌশলী এসএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমির ছোহরাব আলী, সেক্রেটারি জেনারেল আনহার আহমদ, প্রাণী সম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়তী দত্ত, উপজেলা মৎস্য কর্মকর্তা মাশরূপা তাসনিমসহ প্রশাসনিক কর্মকর্তাসহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *