Jaijaidin

ওসমানীনগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

Shah Alam Soulav
1 Min Read

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

সোমবার (০৩ ফেব্রুয়ারী) বিকেলে বিক্ষোভ মিছিলটি সিলেট -ঢাকা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলার তাজপুর বাজারে এক পথসভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউপি চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির,সহ-সাংগঠনিক সম্পাদক তাজপুর ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন আহবাব, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, যুগ্ম আহবায়ক লয়লুছ মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আল-মাছুম আবির প্রমুখ। এসময় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাতের অন্ধকারে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য দিন দিন বেড়ে চলেছে। সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর হামলা চালিয়ে তারা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। অবিলম্বে ছাত্রলীগের এসব অপতৎপরতা বন্ধ করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানান তারা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *