Jaijaidin

ওসমানীনগরে এবি ব্যাংকের গ্রাহক সম্মাননা অনুষ্ঠান 

Shah Alam Soulav
1 Min Read

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরে এবি ব্যাংক তাজপুর শাখার গ্রাহক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২০ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বিকালে উপজেলার তাজপুর কদমতলা ব্যাংক শাখা অফিসের আয়োজনে উপস্থিত গ্রাহকবৃন্দদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, ১৯৮৯ সালের ৩রা মার্চ তাজপুর কদমতলায় এবি ব্যাংক শাখা স্থাপনের পর থেকে আজবধি গ্রাহক সেবায় সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততায় নিরলস ভূমিকা পালন করে যাচ্ছে। গ্রাহক সেবায় তাদের সুন্দর ও চমৎকার ব্যবস্থাপনায় ব্যাংকটি এলাকায় সুনাম অর্জন করেছে, সেই ধারা যেন আগামীতে অব্যাহত থাকে, গ্রাহকরা সেটি প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের সিনিয়র গ্রাহক আলহাজ্ব মকবুল আলী, নেফা মিয়া, সুন্দর আলী খাঁন, প্রবাসী গ্রাহক আব্দুল মানিক, আব্দুল ছালিক, আব্দুল কাদির, মোঃ  লাল মিয়া, ব্যবসায়ী গ্রাহক ফজলে আহমদ, শাহাব উদ্দিন, নান্টু দেবনাথ, মহিলা গ্রাহক নূর জাহান জুই,
ব্যাংকের শাখা ম্যানেজার ও এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মুনিম আহমদ, অপারেশন ম্যানেজার সাবিকুল ইসলাম, পিও শাফিউর রহমান জায়গীরদার, এসও, আদনান ইসলাম, অফিসার সালমান আহমদ, পিজিসিও রমজান আলী, ক্যাশ মার্কেটিং প্রিয়াঙ্কা দেব, মোঃ ছইল শাহ প্রমূখ।
Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *