Jaijaidin

ওবায়দুল কাদেরের দেখা মিললো

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে অবস্থান করছেন বলে দাবি করেছেন এক বাংলাদেশি নাগরিক।

শুক্রবার (১১ এপ্রিল) ডিজিটাল সংবাদমাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদের ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

ফেসবুক পোস্টে গাজী নাসির উদ্দীন লেখেন, তার এক বন্ধু চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন। সেখানে চিকিৎসক শ্যামাশীষ ব্যানার্জীর চেম্বারে অপেক্ষারত অবস্থায় তিনি ওবায়দুল কাদেরকে দেখতে পান বলে জানান।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আমার বন্ধু ডাক্তার দেখাতে অ্যাপোলো হাসপাতালে গিয়েছিল। অ্যান্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশীষ ব্যানার্জীর চেম্বারের সামনে বসে ছিল। হঠাৎ করেই আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরা একজন ভদ্রলোক বের হয়ে আসেন। তাকে দেখে আমার বন্ধুর মনে হয়, এ তো ওবায়দুল কাদের! বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মুখে মাস্ক পরে হনহন করে চলে যান।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমার বন্ধু বলছে, ‘স্যার একেবারে ঝকঝকে লাগছিলেন। চিন্তা করতে করতে উনি বেরিয়ে গেলেন।’ দেখে মনে হলো তিনি সুস্থ আছেন।’

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে নানা জল্পনা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুপস্থিতি ঘিরে গুঞ্জন ছড়ায়, কেউ কেউ দাবি করেন তিনি ভারতে অবস্থান করছেন।

এর আগে এক জাতীয় দৈনিকের খবরে বলা হয়েছিল, তিনি সরকারের পতনের পর তিন মাস দেশে ছিলেন এবং গত ৮ নভেম্বর শিলং হয়ে কলকাতায় পৌঁছান।

তবে এ বিষয়ে ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *