Jaijaidin

এস কে সুরের বাসায় অভিযান, মিলল ১৭ লাখ টাকা

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বাসায় অভিযান চলছে। অভিযানে এখন পর্যন্ত সোয়া ১৭ লাখ টাকা মিলেছে।

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডির বাসায় অভিযানে যায় দুদক। কমিশনের পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে ওই অভিযান চলছে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের ওই মামলায় গত ১৪ জানুয়ারি বিকেলে গ্রেপ্তার হন এস কে সুর চৌধুরী।

গত বছরের ২৩ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬ (২) ধারায় সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগ আনা হয়েছে।

২০২৩ সালের আগস্টে দুদক এই পরিবারের আর্থিক লেনদেনের তথ্য জানতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠানো হয়।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) অর্থ কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ানোর পর ২০২২ সালে এস কে সুরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির সময় ডেপুটি গভর্নর ছিলেন এস কে সুর চৌধুরী।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *