Jaijaidin

হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের ১০ নম্বর বাড়ির পর এবার ধানমন্ডি ৫/এ এলাকায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে সেখানে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান বাংলানিউজকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে সুধা সদনে অগ্নিকাণ্ড সংবাদ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস থেকে সেখানে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে সড়কে অবস্থান নেওয়া জনতার বাধার কারণে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

এর আগে রাত পৌনে ৯টার দিকে ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটিতে আগুন দেওয়া হয়। রাত ১১টার পরেও সেখানে আগুন জ্বলছে।

মূলত ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দিনভর উত্তেজনার ধারাবাহিকতায় ধানমন্ডির বাড়ি দুটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বরের বাড়িতে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতেই থাকতেন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। বাড়িটি পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করা হয়। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি শুরু হতো ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এমনকি হাসিনার অনুগত অনেক সরকারি আমলাও এখানে শ্রদ্ধা নিবেদন করে তাদের কার্যক্রম শুরু করতেন।

‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচি ঘোষণা করে বুধবার রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। সেখানে সমবেত হয়ে ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়িটিতে।

এরপর রাত ১০টা ৫৫ মিনিটে বুলডোজার নিয়ে আসা হয় এবং ১১টা ১০ মিনিটে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *