Jaijaidin

এফএএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের নতুন এমডি ও সিইও হলেন মো. আবদুল ওয়াহাব

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

দেশের অন্যতম বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ একজিকিউটিভ অফিসার হিসেবে যোগ দিয়েছেন মো. আবদুল ওয়াহাব। ২০ এপ্রিল ২০২৫ রোববার গুলশান এভিনিউতে অবস্থিত এফএএসের হেড অফিসে ফুল দিয়ে তাকে বরণ করে নেন শীর্ষ কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে আগামী দুই বছরের জন্য মো. আবদুল ওয়াহাবকে এমডি এবং সিইও পদে নিয়োগ দেয়া হয়েছে।

বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারের অধিকারী আবদুল ওয়াহাব ১৯৮৬ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দেন। তিনি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় ডিস্টিংশনসহ উত্তীর্ণ হন। সোনালী ব্যাংকের একজন সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে অবসর নেয়ার আগে তিনি নানা সময়ে প্রধান কার্যালয়, ফরেন এক্সচেঞ্জ বিভাগসহ বিভিন্ন শাখায় ম্যানেজার ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। তিনি দুইবার সোনালী ব্যাংকের ‘শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক’ পদক লাভ করেন। ফরেন রেমিটেন্সে দক্ষতার জন্য সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তাকে টানা ছয় বছর সউদি আরবের রিয়াদে বাংলাদেশ এম্বাসিতে সোনালী ব্যাংক উইং প্রধান হিসেবে নিয়োজিত রাখে। সোনালী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সোনালী ইনভেস্টমেন্ট কোম্পানির সিইও হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

মো. আবদুল ওয়াহাব মধ্যপ্রাচ্যে বিশেষ করে ১৯৯০ সালে ইরাক-কুয়েত যুদ্ধের সময় ইরাকে আটকে থাকা সোনালী বাংকের বিপুল অংকের পাওনা টাকা যুদ্ধের তিন দশক পর ২০২০ সালে পুরোটা আদায় করেন। দেশে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির জন্য শতকরা দুই ভাগ প্রণোদনা প্রদান নীতিমালার নেপথ্যকর্মী ছিলেন তিনি। চাকরি জীবনে সততা ও ন্যায়নিষ্ঠার জন্য সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদ তাকে ‘শুদ্ধাচার পুরষ্কার’ প্রদান করে। অফিশিয়াল কাজে কাজে তিনি বিভিন্ন সময় বৃটেন, সিঙ্গাপুর, মালয়শিয়া, বাহরাইন, কাতার, ইরাকসহ নানা দেশ সফর করেন।

ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ও মাস্টার্স অফ ল ডিগ্রি লাভ করেন মো. আবদুল ওয়াহাব। প্রাইম ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি পরবর্তীতে বার কাউন্সিল অফ বাংলাদেশ থেকে এডভোকেটশিপ সনদ লাভ করেন।

ব্যাংকের নিয়মিত কাজের পাশাপাশি তিনি সোনালী ব্যাংক অফিসার্স সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতির পরিচালক পদে এবং অন্যান্য সামাজিক ও সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ব্যাংকের সেরা পদক জয়ী দৌড়বিদ হিসেবে পরিচিত মো. আবদুল ওয়াহাব অবসরে বই পড়েন ও লেখালেখি করেন। নেত্রকোণার কেন্দুয়ার সন্তান মো. আবদুল ওয়াহাব ঢাকায় স্ত্রী সামসুন নাহার শিউলী ও তাদের একমাত্র সন্তান সুমাইয়া নওশিনকে নিয়ে বসবাস করেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *