Jaijaidin

উপদেষ্টা পরিষদ থেকে ‘আমিত্ব’ শুনলে কষ্ট লাগে : সেলিমা

Shah Alam Soulav
3 Min Read

বিশেষ প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ড. ইউনূসের সম্মান বিশ্বজুড়ে। তিনি এই সরকারের প্রধান হয়ে কাজ করছেন। কিন্তু, সেই উপদেষ্টা পরিষদ থেকে আমিত্বর কথা শুনলে কষ্ট লাগে। শেখ মুজিবুর রহমান, হাসিনাও এরকম কথা বলেছে। তাদের পতন হয়েছে। আওয়ামী লীগ মানেই জঙ্গি, লুটপাটকারী, দেশ ধ্বংসকারী, টাকা পাচারকারী।

শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম আয়োজিত আগামী নির্বাচন নিয়ে আওয়ামী দোসরদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। সভাপতিত্ব করেন মনজুর রহমান ভূঁইয়া, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও সাংগঠনিক সম্পাদক এইচ এম স্বপন রানা।

সেলিমা রহমান বলেন, উপদেষ্টারা দল করবে খুব ভালো কথা নতুন প্রজন্ম আগামী দিনে দেশ চালাবে ছাত্র-যুবক ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণআন্দোলন, ৯০’র স্বৈরাচার বিরোধী অভ্যুত্থান; সবসময়ই তরুণ সমাজ সেটি করেছিল। কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না। তারা দেশের জন্য এ সময় অংশগ্রহণ করেছিল। আপনারা সরকারে থেকে দল করবেন সেটা হবে না। কথা বলবেন হিসাব করে, বিএনপি একটি বড় দল ও ঐতিহ্যবাহী দল সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে।

তিনি বলেন, বিএনপি সবসময় দেশের জন্য লড়াই করেছে। দেশের স্বাধীনতার প্রতি জিয়া পরিবারের বড় ভূমিকা ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের জন্য রক্ত দিয়েছেন। শেখ মুজিবুর রহমান একাত্তরের যুদ্ধের সময় আত্মসমর্পণ করেছিল। সে কখনো মুক্তিযুদ্ধ চায়নি। তার কন্যাও কখনো এ দেশের ভালো চাইনি। তারা শুধু চেয়েছে ক্ষমতা। আওয়ামী লীগ মানেই জঙ্গি, লুটপাটকারী, দেশ ধ্বংসকারী, টাকা পাচারকারী।

তিনি বলেন, এখন খবরের কাগজে রোজ দেখা যাচ্ছে, কিভাবে একটা পরিবার দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে। এদেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশকে একেবারে নিঃশেষ করে দিয়েছে। পুলিশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এখনো আমরা বিভিন্ন জায়গায় দেখি পুলিশি কার্যক্রম ভালোভাবে চলছে না। দোসরা পালিয়ে গেছে ঠিক, কিন্তু তারা এখনো আমাদের প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ঘাপটি মেরে আছে।

পত্রিকায় দেখলাম ছাত্রলীগ ১ ফেব্রুয়ারি থেকে লিফলেট বিতরণের কর্মসূচি দিয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসী করেছে, তাদের এদেশে আসতে দিবো না বলে মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সেলিমা রহমান বলেন, ৫ আগস্টের পর একটি নতুন সরকার হয়েছে। যাকে আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়েছি। ড. ইউনূসের সম্মান বিশ্বজুড়ে। তিনি এই সরকারের প্রধান হয়ে কাজ করছেন। কিন্তু সেই উপদেষ্টা পরিষদ থেকে আমিত্ব’র কথা শুনা যাচ্ছে। এটা শুনলে কষ্ট লাগে। শেখ হাসিনাও এরকম কথা বলেছে, তার পতন হয়েছে। আপনারা সংস্কার করেন, যৌক্তিক সময় দেয়া হবে।

সভায় বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশিদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, সাবেক এমপি বিলকিস ইসলাম, নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আলম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, জিয়াউর হক জিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশফি
কুল হক জয় প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *